গ্রাফিক নভেলের দুনিয়ায় টিল্লি ওয়ালডেন যে রেঞ্জ দেখাচ্ছেন, তাতে আমি তাজ্জব। প্রথমে পড়েছিলাম আইসনার অ্যাওয়ার্ড জয়ী বাস্তব জীবন নির্ভর গ্রাফিক নভেল 'স্পিনিং'। এরপর ডুবে আছি এই বইটায়। বই তো নয়, সাড়ে পাঁচশো পাতায় ছড়ানো একটা অন্য দুনিয়া। ওয়ালডেনের আঁকায় একটা নেশা ধরানো ব্যাপার আছে। ওপর ওপর খুব সাধারণ, খুব মিনিমালিস্টিক মনে হয়, কিন্তু একবার পড়তে শুরু করলে বোঝা যায় মোহপাশে আটকে পড়েছি। তা এই সম্মোহন তো ভালোই। 'অন আ সানবিম' তুখোড় স্পেকুলেটিভ ফিকশন। দু সপ্তাহ হয়ে গেছে, আমিও তাড়াহুড়ো করছি না। এর মাঝে ভদ্রমহিলার আর একটা কাজ পড়ে ফেলার সুযোগ হয়ে গেল টুক করে। এইটুকুন বই, পাঁচ মিনিটেই শেষ হয়ে যাবে। নাম হল, আ সিটি ইনসাইড। পড়ে তো আমি ফিদা। সেই বইটার কথা জানানোর জন্যই এত ভ্যানতারা। গ্রাফিক নভেল তো সবাই পড়েছে, আ সিটি ইনসাইডকে বলা যায় গ্রাফিক পোয়েট্রি। এমন সারিয়াল কাজ আমি বিশেষ দেখিনি। এত শাটল স্ট্রোকের আঁকায়, এত ছোট পরিসরে ওয়ালডেন একটা জটিল মনোজগত তৈরি করেছেন। একজন মানুষের একটা গোটা জীবন কাটানোর গল্প, কৈশোর থেকে বৃদ্ধ হওয়ার জার্নি, যা আসলে কল্পনা হয়েও সত্যি আর সত্যি হয়েও কল্পনা। ছোট্ট ছোট্ট সংলাপ, অথচ সেই দিয়েই বুনে তুলেছেন একটা শহর। সে শহর মনের। আ সিটি ইনসাইড।
যারা গ্রাফিক নভেলের ভক্ত, এই লেখিকাকে পড়ে দেখতে পারেন। আ সিটি ইনসাইড দিয়েই শুরু করুন। ইচ্ছে করেই পোস্টে ওই বইটার ছবি দিলাম না। কমেন্টে কয়েকটা প্যানেলের ছবি রেখে দেব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন