শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

আফ্রিকান আর্ট-১

 


আফ্রিকান স্পেকুলেটিভ নিয়ে চর্চা করতে গিয়ে সমকালীন আফ্রিকান শিল্পী ও তাঁদের কাজ নিয়েও কিছুটা ঘাঁটাঘাঁটি করেছিলাম। নোটগুলো ঘাঁটতে গিয়ে দেখলাম, অনেক কিছুই ভুলে মেরে দিচ্ছি। তাই ভাবলাম কয়েকজন শিল্পীর কথা মাঝেমধ্যে পোস্ট করে রাখব। সত্যি বলতে এ এক অসামান্য দুনিয়া। কোনো প্রিকন্সিভড নোশন নেই, পশ্চিমী শিল্পের কোনও সচেতন অনুকরণ বা ব্যাগেজ নেই, পুরোটাই স্বতন্ত্র, স্বতঃস্ফূর্ত। সাবসাহারান আফ্রিকা থেকে ইস্ট কোস্ট...আফ্রিকান কন্টেম্পোরারি আর্টে যতরকম এক্সপেরিমেন্ট হয়েছে ও হচ্ছে, তা নিয়ে সেভাবে আলোচনা হলে সারা দুনিয়ায় হইচই পড়ে যেত। কিন্তু এখনও পশ্চিমের আর্ট ওয়ার্ল্ডে হাতেগোনা কয়েকজন  আফ্রিকান শিল্পী মেনস্ট্রিমে পৌঁছাতে পেরেছেন। অল থ্যাংকস টু জাঁ পিগোজি, এই ইতালিয়ান কালেক্টার একা হাতে আফ্রিকান শিল্পকে সামনে নিয়ে এসেছেন। প্রতি বছর তাঁর নিজস্ব কালেকশন থেকে বেশ কিছু কাজ নিলামে কিনে নিয়ে যায় মোমা বা টেট মডার্ন এর মতো মিউজিয়ামগুলো। 

এক একটা শিল্পীর স্টাইল এতটাই ইউনিক যে কথা বন্ধ হয়ে যায়। তেমন একজন হলেন কঙ্গোর শিল্পী তাশাম (Tsham)...লুবুমবাশি থেকে পড়াশোনা করেছেন আর্ট নিয়ে, কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার আগেও লোকজন তাঁকে 'মুলোজি' মানে উইজার্ড বলে ডাকতে শুরু করেছিল। প্রতিভাবান এই শিল্পী অবশ্য প্রথমেই সাফল্য পাননি, পাওয়ার কথাও নয়। কঙ্গোর অবস্থা সকলের জানাই। টেক্সটাইল কোম্পানিতে কাজ করেছেন, স্ট্রিট আর্ট এঁকেছেন, রঙ তুলি কেনার টাকা ছিল না বলে ব্ল্যাক বল পয়েন্ট পেন ব্যবহার করে আঁকতে শুরু করেছিলেন। সেটাই যে তাঁর সিগ্নেচর স্টাইল হয়ে উঠবে, সেটা তাশাম নিজেও জানতেন না। একসময় আমি খুঁজে খুঁজে তাঁর ছবি দেখলাম। সঙ্গে কিছু ছবি রইল।










কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন