মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০১৪

শব্দ খাঁঝে হারিয়ে গেছে কত প্রশ্ন আমার
কবিতার নিটোল লাইনে নিস্তরঙ্গ ঢেউ
খ্যাপা বাতাসে ক্ষয়ে যাওয়া কৌতুহলপথ
বোগেনভিলিয়ায় আজ জল দেয় না কেউ
মেহগনি গাছের পিছে লুকোনো গানজ্যোস্না
নিষ্ফল চেষ্টায় চলে প্রশ্নোত্তর পর্ব
বিশ্বাসে অতিক্রম করে জমাট বাঁধা দুরত্ব
উত্তর শুধু প্রশ্ন হয়ে খুঁজে যায় বানভাসি দ্বীপ
খানখান কৈশোর,ধুলিসা..প্রাপ্তির গর্ব
নিঃশব্দতায় অনুসন্ধান চলতে থাকে অন্তহীন 
শব্দময় উত্তর তাও খুঁজে পায় না
চোখের আড়ালে রয়ে যায় এই মানচিত্র জীবন
সব প্রশ্নের যে উত্তর দেওয়া যায় না !


সোমবার, ১ সেপ্টেম্বর, ২০১৪

আমরা ফিরে এসেছি
শহরটা সেখানেই রয়ে গেছে..
কুয়াশাচাদর জড়ানো বিকেল
ভেজা গলিপথ আর কাঠের জিনিষ
ঝাপটা ফুলের গন্ধ আর ইউকিলিপটাসের সারি
কিছু আস্তে আলো সন্ধ্যে,চায়ের কাপে 
সবুজ নেশা হাওয়ায় হয়ত আজও বয়ে গেছে....
আমরা ফিরে এসেছি
শহরটা সেখানেই রয়ে গেছে...
পাতাঝরার মরশুম,মশলাবাগান জীবন
তিনটে বন্ধু নদী,ফিরতি সাঁকোপথ
অল্প হিমের রাত,ছোট ছোট পায়ে হাঁটা
মনমরা মেঘ,পাহাড়,সাজানো শহরতলি
নতুন করে পাওয়া বন্ধুত্ব
হটা করে ভালোলাগা,অন্যরকম
মুহুর্তকথা কিছু সাক্ষী রয়ে গেছে
আমরা ফিরে এসেছি
শহরটা সেখানেই রয়ে গেছে.....
এক আঙ্গুল চিন্তাজল,চুপচাপ
জীবন্ত এক ছবি,ক্লান্ত পায়ের 
পুরস্কারে নিজেকে পাওয়া,
ফিরে যাওয়া...............
পুরনো স্মৃতির বহু কথা কয়ে গেছে
আমরা ফিরে আসিনি,সেখানেই রয়ে গেছি
শহরটা ফিরে এসেছে......
ঝিমপাহাড়,ফিরতি মেঘের পানসে মুখ
রাশভারী এক ক্লাসদুপুর,অচিনপুর
ডেকে ডেকে যায়,শুকনো ফুল 
ভালো লাগা এক মনখারাপ,পিছু পিছু আসে 
চুপ চিবুক,শুন্য বুক,পরিচিত সেই বাগানসুর..
হিমরাত জাগে চিকচিক পাথরে
ক্লোরোফিল ভাসে সকালেরই চায়েতে
ফিরে আসা সেই টিউশনিসন্ধ্যে রাগ...
দলছুট মন নৌকা পথ হারায়,
চিন্তাজল স্মৃতিভেজা অনুষ্ঠান
ভিজে মরশুমে ভয় ভয় প্রথম গান
তোমাকে.......
যদি বুঝে থাক দোলাচল সরগম
যদি খুঁজে থাক আলোকিত তঙ্গম
যদি পেতে চাও আড্ডাআড়াল ছবিঘর
পিঠে রোদ নিয়ে একফালি পথ হেঁটো...
কোনঠাসা এক পুরনো দুপুর,লাল রোযাক
ফুলকাটা বারান্দা,জানলা,রেলিংকাঠ
খুঁজে নাও ভালবাসা,স্মৃতির পাড়
নস্টালজিয়া পুরস্কার....
দলছুট মন নৌকা পথ হারায়,
চিন্তাজল স্মৃতিভেজা অনুষ্ঠান
ভিজে মরশুমে ভয় ভয় প্রথম গান
তোমাকে.......