বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

তার কথা আর মনে পড়ে না 
ভেজা চুলে দৌড়ে আসা শীতের বাতিক,
কবিতাগুলো আবছা
গানগুলো উড়ে গেছে  
পাখনা মেলে,ওই আকাশে আক্ষরিক
আরষ্টতা আরষ্ট 
লজ্জা কোথায় উবে গেছে 
চাহিদার জগতে আত্মবিশ্বাস অলীক 
নিখোঁজ স্বপ্নে ভীত
ছিল,স্মৃতিনাশ অবধারিত 
জানতাম,দিন রাত মাস বছর 
তার অকালমৃত্যুর প্রতীক 
কিন্তু তাও সে বেঁচে থাকে,মরেও মরে না
কিন্তু,
তার কথা আর মনে পড়ে না 
শেষবার যখন তাকে দেখেছি,
ভেজা বালি ছিল অশ্রুধারায়,
কেঁদেছি,শুধু কেঁদেছি
এক মুঠো কৌতুক ভিজিয়ে রেখেছি,
কুড়োনো কাগজের ছবিতে,
পুরনো টিভির ভাঙ্গা পর্দায়,
যদি বেঁচে থাকে এতটুকু প্রাণ,
যদি ফিরে যায় ছোট ছোট পা ফেলে,
কোবানি শহরে,নির্বাসিত পাড়ায়
হাত ধরে কারো,আমার 
স্মিত হাসির মাঝে,শুয়ে থাকে নিষ্প্রাণ 
আমি আসব তোকে নিতে,
অপেক্ষা করিস,প্রিয় আয়্লান...........


সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫

আজকাল লিখি না 
কাগজ হাতে নিয়ে বসি উদাসীন 
কলম নিয়ে কান খোঁচাই মাঝে মাঝে  
পুরনো কয়েক পাতা রঙ্গীন 
খাপছাড়া প্লটের আনাচে কানাচে  
সদ্যফোটা কবিতার কলি,
ছন্দ খুঁজে খুঁজে অবিরাম
শহর,মাঠ,নদী,গলি 
ডিঙ্গি ভাসিয়ে চলে গেছে কবে 
আজও ফিরে আসেনি,
সাড়া দিই নীরবে,
'ফিরবে না?কথা দিয়েছিলে'
সে কথা রাখেনি 
তুমি চলে গেছ অভিমানে 
অথচ কলম তোমার জন্যেই রাখা থাকত 
হাতের তুলির টানে 
বিষন্ন আঁকিবুঁকিগুলোও ছবি হত 
অম্লানে 
ভুলে যাওয়ার উপহার 
তোমাকে কাছাকাছি দেখি না 
তাই,আজকাল আর লিখি না 

মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫

ফুরিয়ে যাওয়া কথায়
হারিয়ে যাওয়া চিঠি 
কয়েক আঙ্গুল পথে
বদলে যাওয়াই রীতি