বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০১৪

একাকিত্বের ফেয়ারওয়েল

Lost in translation

একলা পথ, বিকেল শেষ

জনস্রোত, পরিবেশ

উদাস দৃষ্টিশুন্য লক্ষ্য

শ্রান্ত হৃদয়, উপত্যকা

হঠাৎ...

কোথায় পথ, নিরুদ্দেশ

সম্মুখে বন

জলপ্রপাত...

জলের ফোঁটা, বৃষ্টিরেখা

সিক্ত শরীর, আপনজন

আলতো সুরে, ঝুপ্পুস জল

চোখ বুজেছি, শান্ত মন

চোখ খুলেছি

যানবাহন

ব্যস্ত শহর, কোলাহল...

ভিড়ের মাথা, বাসের সিড়ি

হাতল ধরে, আসনপিঁড়ি

ঝাঁকুনিখেলা, হেলাফেলা

তারই মাঝে, তন্দ্রামতন

তন্দ্রা ভাঙ্গে, কোথায় কি যে

মেঘ্শহরে, ভিজেভিজে

পাহারচূড়া, ভুলবোনা

কুয়াশাটুপি, উলবোনা

সবুজ পথে, পরম সুখ

যাক হারিয়ে,

আগন্তুক

টুপ টাপ টুপ,জলকণা

স্বপ্নজগতফিরব না

হঠাৎ কাঁপে,ধরণী পায়ে

নিরুপায়..

ফোন এসেছে, এয়ারটেল

এখনো বাসের স্টপ আসেনি

একাকিত্বের ফেয়ারওয়েল!

 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন