সোমবার, ২৮ জুলাই, ২০১৪

এক  লহমায়  ছেড়ে   চলে  যেতে  পারি
ভুলতে  পারি  মায়া
সামলে নিতে  পারি  নিজের  সঙ্গে  বোঝাপড়া
অধরা  জীবন ,টানাপোরণ,সম্পর্ক  আবছায়া
নিরবধি  পথ  চলা
তুমি  অনতিদুরে দাঁড়িয়ে
চিরবিচ্ছিন্ন  নিজের  সঙ্গে,হেঁটে  যাই  পাশ কাটিয়ে
ফিরতে  পারি  না.....
অভিমান  করে  হারিয়ে  যেতে  পারি
অনেক  ঋণ  জমেছে  নিজের  কাছে 
পর্ণমোচী  জীবন
ব্যবধানের  আলিঙ্গন,আমার  প্রাপ্য
ঋণশোধ ক্ষতিপূরণ ?
তোমার  অপেক্ষা
উপেক্ষা করিনি ,কিন্তু বিশ্বাস  কর
বলতে  পারি  না....
হটা  করে  ফুরিয়ে  যেতে  পারি
লহরিমালায়  আত্মসমর্পণ
হরকরাতে  দিয়েছে  তোমার  চিঠি
উদাসীনতা আয়ত্ত করিনি
কিন্তু  একটাও পড়তে পারিনি  খুলে,
অবুঝ  স্বভাব, বিমর্ষ  বিবরণ
তোমাকে  ছাড়া  থাকতে  পারিনা
শুধু  তোমার কথা ,কিন্তু  কথা
বলতে  পারি না 
খুব ভালো লাগে তোমাকে,কিন্তু তোমায়
ভালবাসতে  পারি না ....
.....তুমি হেসে উত্তর দিয়েছ...
ভালবাসা  কি   বাধ্যতামূলক?...... 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন