বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০১৪

বন্ধুর চিঠি 

আজকে ব্যাঙ্ক এর ছুটি বলে আমাদের লাগোয়া ওয়ার্কস্টেশন এর চেহারাটাই আলাদা ,খা খা করছে লম্বা ওডিসি ,হাই পোস্ট অফিসার ম্যানেজার দের কেবিন গুলো,শুধু দেওয়াল ঘড়ি আর আইপি ফোনের ঘড়ির কাঁটা ছাড়া সবই নিথর বস্তু। মে আই কাম ইন স্যার ,জিজ্ঞেস না করেই অবলীলায় দরজা ঠেলে ঢুকে পড়তে পারবি,ফাইল পত্র যা আছে টেবিলে বা অন্য জায়গায় গোছা করে,সেগুলোতে চাইলে একটু চোখ বুলিয়ে নিতে পারিস ,যদিও কিছুই বুঝবি না.যে দৃশ্য এক জানালা দিয়ে এক জন লোক ই শুধু দেখতে পায় ,কেবিন তার ওপর দখল আছে বলে ,আজ সে জানলার সামনে যে কেউ দাঁড়াতে পারে অবলীলায় ,পেন্স্ট্যান্ড এ রাখা মার্কের দিয়ে ইচ্ছেমত আঁকিবুঁকি কেটে নিতে পারিস ,বকার নেই কেউ,একটা এজিয়েমের ঘরে একটা বনসাই দেখলাম তবে মাটির বদলে রঙ্গীন আর b&W পাথর ভেজানো জলে ,চতচত নুঁড়ি গুলোকে একটু এদিকদিক নাড়িয়ে দিলাম,আচ্ছ কাল এই কেবিন এর মালিক এসে নিত্যদিনের মতো কলম পিসবে আর বেল বাজিয়ে কেরানি দেকে কাজ করবে,জানবে না আজকের সামান্য ঘটনার কথা,জানতে পারবে না.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন