মঙ্গলবার, ১৫ জুলাই, ২০১৪

সারারাত ভিজছি 
ভিজছি সারাদিন 
দুপুর,বিকেল,সন্ধ্যায় ভিজছি 
দিনক্ষণহীন। 

ভিজছি রোদে 
শীতেও ভিজছি 
ফায়ারপ্লেস 
আবেগে ভিজছি 
চোখের জলের 
অনুপ্রবেশ।

কথায় ভিজছি
ভিজছি নিঃশব্দতায়
কলমের ছোঁয়ায় ভিজছি
আমার ডায়রির পাতায়।

আগুনে ভিজছি
ভিজছি সিগারেটের ধোঁয়ায়
চায়ের চুমুকে ভিজছি
শুধু ভেবে ভেবে তোমায়।

জেগে ভিজছি
ভিজছি ঘুমের ঘোরে
ভিজছি স্বপ্নে
ভয়ে ভিজছি
তোমায় জড়িয়ে ধরে।

ভিজতে আমার ভালো লাগে
কিন্তু আমি কি সত্যি ভিজছি
সন্দেহ হয় তোমার অনুরাগে
আজ আমি নিজেই বৃষ্টি।

তবু এই সম্পর্কটাকে নাম দিতে পারলাম না
অতটা স্বার্থপর হতে পারলাম না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন