মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪

আমি নিতান্তই একটি ছাপোষা ছেলে 
অশনি ঝলকে ,সজল পলকে
বর্ষার ঝাপটে ,জীবনের দাপটে
এগিয়ে যাওয়া হলো না ,চেহারা অবিন্যস্ত , চুল রুক্ষ
ফিরে আসাও হলো না ,দাঁড়িয়ে রইলাম মাঝপথে 
অনন্তকাল,
আমার দুঃখ......
আমি নিতান্তই একটি ভিতু ছেলে 
দীর্ঘশ্বাস খাতায় ,কান্না পাতায়
ভাবনা বিকল ,ধন্ধ শিকল
ব্যর্থতার চাদর জড়িয়ে বসে রইলাম
ব্যর্থতাই, জীবন সঞ্চয়
অবিশ্বাসী ঢেউয়ে হারিয়েছি নিজেকে আজ
আমার ভয় ......
আমি নিতান্তই একটি বোকা ছেলে
স্বপ্ন দিন ,স্বপ্ন রাত
স্বপ্ন সম্বল, স্বপ্নময়
বেঁচেছি স্বপ্নে,পেয়েছি স্বপ্ন ,স্বপ্নের
ঠিকানা নয়
মাখামাখি নিসঙ্গতার ভাঁজে ,আর কিছু নেই ,
বিভীষিকা
স্বপ্ন আমি আর কোনদিন দেখব না ,নিসিদ্ধ রইলো
এ মরীচিকা....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন