মঙ্গলবার, ১৫ জুলাই, ২০১৪

সেবার বসন্তে যখন তোকে প্রথম দেখি 
জুতোর ফিতে বাঁধতে ভুলে গিয়েছিলাম 
ঘুড়ি উড়ানো হয়ে ওঠেনি 
অঞ্জলির ফুল হাতেই রয়ে গেছিল সরস্বতী পূজায় 
তুই দাঁড়িয়ে ছিলি হলুদ শাড়ি পরে 
একবার ডাকলেও ডাকলে পারতি 
কথা রাখলেও রাখতে পারতি ..
কান পেতে রয়েছিলাম তোর্ কথার অপেক্ষায় 
এসেছিল যখন দোল,রাঙ্গা হয়েছিলাম 
তোর্ না করা দুষ্টুমি আর খুনসুটিতে 
আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়েছিলাম তোর্ নীরব আবির্ভাবে
হয়ে ওঠেনি খেজুর গুড় খাওয়া,
অবাস্তব আলোছায়ার রঙিন মায়াবেলা
রং মাখলেও মাখতে পারতি
কথা রাখলেও রাখতে পারতি ..
প্রবাসী মেঘেরা জল ঝরিয়ে ছিল
ভেজা মনে তোকে খুঁজতে বেরিয়েছিলাম
বেপাড়ায়,তোর্ ঠিকানায়,সেই বর্ষায়
কাকভেজা হয়ে ফিরেছিলাম বাড়ি
ফেলে গেছিলাম ছাতা মনের ভুলে
সেদিন রাতে জাগলেও জাগতে পারতি
কথা রাখলেও রাখতে পারতি ..
নীল মনখারাপ করা সরতের দুপুর,পুজো শেষ
ঠিকানা বদলেছিল তোর্ বাড়ির,শহরের
চায়ে চিনি দিতে ভুলেছিলাম সেদিন
আজন্ম অচেনা থাকতে হবে তোর কাছে
একটু একটু কি নিজের কাছেও নয় ?
একবার রাগলেও রাগতে পারতি
কথা রাখলেও রাখতে পারতি ...

দিন এসেছে চলে গেছে,পরিযায়ী পাখি
আর স্বপ্নঝরা জীবনের গান শুনিয়ে
আমি আজও ভুলে যাই চায়ে চিনি দিতে
খেজুর গুড় রাখা থাকে তোলা
জুতোর ফিতে বাঁধতে ভুলি আজও
ছাতার কথা মনে পরে ভিজে যাওয়ার পর
আরো কত কিছু যে ভুলে যাই রোজ
জানি না ...
ফিরে আসলেও আসতে পারতি
কথা রাখলেও রাখতে পারতি ....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন