মঙ্গলবার, ১৫ জুলাই, ২০১৪

ভিজে শ্রাবনের বিকেলবেলায় ,গন্ডিকাটা ছেলেবেলায় 
হেলায়ফেলায় হারিয়ে যাওয়ায়,মেঘের খেলায় 
তুমি দিয়েছিলে দেখা প্রথম 
কিউমুলো নিমবাস !!
পেয়েছিলাম দেখা তোমার পশ্চিমের কাঠের বারান্দায় দাঁড়িয়ে 
কিউমুলো নিমবাস !! 
তোমার সাদায় কালোয় ,নরম আলোয় পেয়েছিলাম রোমাঞ্চ 
হয়েছিল শিহরণ 
রেখেছিলাম ঠিকানা তোমার,তোমার কাছে যাব ....

কিউমুলো নিমবাস
অনেক অনেক বছর কেটেছে
ভেবেছি,ভুলেছি তোমায়,আবার ভেবেছি
মেতেছি তোমার জলে,
তুমি মাঝে মাঝে দূর থেকে উঁকি মেরে গেছ
করনি যোগাযোগ,নিঃশব্দে চলে গেছ
তোমার রঙের ছবি আঁকার খাতায়,
কবিতায় তোমার অশ্রু পেয়েছি রোজ
পাইনি তোমার কোনো খোঁজ ...

কিউমুলো নিমবাস
বলনি কেন এতদিন ?
আমার কাছেই ছিলে তুমি,তোমার সৌরভ বিন্দুতে কেটেছে কত রাত
ভিজেছে মন বারেবারে হারিয়েছি,ভালোবেসে
বলনি তো,সেই দিন তুমি বাসা বেঁধেছিলে
আমারি চোখের কোলে,
অবশেষে ....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন