বোধহয় ছিল না কারো মনে,পুরনো আলমিরার কোনে
রাখা ছিল সেই চিঠি,লেখা হয়েছিল আমার নামে ,গোপনে
আজ এলো আচমকাই হাতে,
খুলে দেখেছি,কত কথাই
আছে তাতে ,আঁকাবাঁকা হাতের লেখা
শব্দগুলি নিরবেই রয়ে গেছে
আজও,
হয়নি কখনো দেখা
হয়নি কখনো দেখা
লেখা আছে,
প্রত্যাশা,
প্রত্যাশা আমার প্রাপ্য নয়
আমি কার প্রত্যাশা রাখব
নিজের প্রত্যাশাই রাখতে পারিনি
প্রত্যাশা
করাই ভুল হয়েছে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন