মঙ্গলবার, ১৫ জুলাই, ২০১৪

প্রশ্ন করেই চলেছি তোমাকে প্রতিদিন 
একটারও উত্তর পেলাম না আজ অব্দি 
তুমি নাকি বড়ই ব্যস্ত ..
শিকর গজিয়ে উঠেছে কত প্রশ্নের 
শ্যাওলা লেগেছে কত জিগ্যেস করা কথায় 
তবু তোমার সময় হয়ে ওঠেনি 
তুমি নাকি বড়ই ব্যস্ত ...
শহরটা বদলে গেছে কত তোমার উত্তরের অপেক্ষায় 
গানের স্বরলিপির কত খাতা গেছে হারিয়ে 
কবিতা হার মেনেছে তোমার উন্মাদ উদাসীনতায় 
তুমি নাকি বড়ই ব্যস্ত ....
সময় চলে গেছে সময়ের বাইরে
ঘড়ির কাঁটা আর দেখে না লোকে আজকাল
বসে আছি তোমার অপেক্ষায়,উত্তর দিতে যদি এস
এই অছিলায় তোমায় আবার দেখতে পাব
কিন্তু তুমি আসবে না
তুমি নাকি বড়ই ব্যস্ত ......

...আরও একটা জীবন ....

আর কোনো প্রশ্ন নেই তোমার কাছে
প্রশ্ন নেই নিজের কাছেও
হাথে নিয়ে আছি তোমার দেওয়া চিঠি
একটা নীল লেফাফা,একটি সাদা পাতা
লেখনি কোনো কথা
উত্তর তো দিয়েছ,তাও যথেষ্ট
কিছু লেখার সময় পাওনি
জানি,তুমি যে বড়ই ব্যস্ত .....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন