মঙ্গলবার, ১৫ জুলাই, ২০১৪

কখনো কাজল,কঞ্জনয়ন 
কতিপয় কিছু কথোপকথন 
ছেড়ে যেতে হয় 
ভালো লাগে না ..
কখনো বনানী বনাশ্রম 
বকুনি,বচসা,ভুল ব্যাকরণ 
চলে যেতে হয় 
ভালো লাগে না ...
কখনো পীড়াপীড়ি,পুঞ্জমেঘ বারিধারা 
পিপাসু পাখি,নিরুপায়,বাসাছাড়া 
আমিও বুঝি ..
প্রতিবার ফেলে আসি
ভালো লাগে না ...
কখনো হাসির বাঁধভাঙ্গা ,হরকরার হদিস
হরিনাক্ষী হরিতাল,হয়রানির জিনিস
প্রতিবার চলে যেতে হয়
ভালো লাগে না ..

তুই,তোর্ চোখ,তোর্ হাসি,তোর্ কান্না
তোর্ ঘুম,তোর্ স্বপ্ন,তোর্ দাবি ,তোর্ বায়না
ছেড়ে প্রতিবার ...
ভালো লাগে না ..

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন