শুক্রবার, ১ আগস্ট, ২০১৪

ঘুম ঘুম এক ঘুমপাড়ানি বিকেল
ঘনিয়ে আসা স্বপ্নবিষাদ রং
স্মৃতিঘেরা আলোছায়া সেই পথ
নিরাসক্তিতে করেছি অতিক্রম..
বিকেল গড়ায়,সন্ধে নেমে আসে
আমার মনের নিকষ অন্ধকার
ইতস্তত করে হারিকেনের শিখা
সময় কেটে যায়,কেটে যায় সময়
সঞ্চয়..
একটি বিজন বিকেল,জলআয়নায়
প্রতিসৃত শেষ রোদ্দুর
তোমার সঙ্গে আঙ্গুলে আঙ্গুল,
স্নিগ্ধ গোপন সুর..
সঞ্চয় শুধু  চোখের জল,আর
কিছু কবিতা,পথিক আলেয়াপথগামী
তোমার সামনে মাথা নত
আর সব কিছু তোমার,
আসক্তি,ভালবাসা,স্মৃতি,গান
চোখের জলের ভাগ দেব না আমি
এইটুকু স্বার্থপরতা থাক
কান্না বড় ব্যক্তিগত.....


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন