মঙ্গলবার, ১৫ জুলাই, ২০১৪

জ্বালাও শহর জ্বালাও গ্রাম 
জ্বালিয়ে দাও চিতার আগুন 
পোড়াও মানুষ সবাই মৃত 
পুড়িয়ে ফেলো রাত আর দিন 
পোড়াও আমায় বারে বারে আজ 
পুড়েও পুড়ি না,জ্বলেও জ্বলি না 
আগুন আঁচে বিভ্রান্ত 
আত্মা পুড়ছে তাও অবিশ্রান্ত ...
জ্বলে যাক জ্বলে পৃথিবীটা আজ 
জ্বলুক গাছপালা,জ্বলুক নদীর জল 
জ্বলে যাক আকাশ বাতাস,
ব্রহ্মান্ড জ্বলুক
জ্বলে পুড়ে ছাই হয়ে যাক ছাদনাতলা
ভালবাসা জ্বলে যাক
জ্বলে যাও তুমি
আর না
আমি দিকভ্রান্ত
পরিশ্রান্ত
ক্লান্ত...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন