মঙ্গলবার, ১৫ জুলাই, ২০১৪

``হলুদ তুমি গোধুলিবেলা,ভাঙ্গা সময়ের সিঁদুরখেলা 
অলীক তুমি সোনার কাঁটা ,বসন্তের ই উত্তমাশা 
তাপসী বেশে তপোবনে বুঝি প্রথম দেখেছি তোমায় 
কিন্ত ,পরিচয় কি দিয়েছিলে আমায় ....

লাল তুমি রক্ত বসনা ,সূর্যালোকের রাজকন্যা 
প্রবাল রঙের আলো ,প্রানোচ্ছল অবাধ্য বন্যা 
ক্যানভাসে আঁকা রক্ত পলাশে তোমায় দেখেছি কখনো 
কিন্ত ,পরিচয় তো হয়নি তখনো..

নীল তুমি ময়ূরকন্ঠী ,অকুল সাগর ঢেউ
ডাকবাক্সে রাখা তুলোটে খাম তুমি,কখনো খোলেনি কেউ
সেবার অরন্যে রৌদ্রছায়ায় তোমায় দেখেছি বোধহয়
কিন্তু,হয়নি তো তখনো পরিচয়...

সাদা তুমি শীতের সকাল বরফের প্রান্তর
কখনা না লেখা ডায়রিতে তুমি প্রথম অচেনা পাতা
শাশ্বত তুমি জোছনা রাতের শীর্ষ সংকলন
রূপকথায় পড়েছি কি তোমার কথা,পরিচয় হবে কখন...

সবুজ তুমি অরন্যে হারানো অবুঝ একলা পাতা
দিকভ্রান্ত সদা হাস্যময়ী প্রেমের নতুন খাতা
দেশান্তরে একলা যখন পথ চলতে নামি
স্বপ্ন বালিকা সামনে তুমি,পরিচয় কি পাব আমি ?

পরিচয়?না হয় নাই হলো...
রঙ্গীন তুমি আমার জীবনে ইন্দ্রধনুষী আলো
পরিচয় যদি বা না হয় তোমায় বেসেছি ভালো
তোমায় চিনতে পেরেছি আজ
তুমি আমি...``````````````````````````````

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন