মঙ্গলবার, ১৫ জুলাই, ২০১৪

অবুঝ আলোর শীতের সকাল,কুয়াশাঘেরা বাগানে দাঁড়িয়ে ছিলাম
তুই অনেকক্ষণ আগেই হেঁটে মিলিয়ে গেছিস
দাঁড়িয়ে ছিলাম
একা,একা,একা,একা .....

একমাস গেল আজ,হারিয়ে গেছিলি,বলেছিলি ফিরবি না কোনদিন
করিস না অপেক্ষা,বলেছিলি বিদায় নিতে এসে
চমকে উঠিনি,কান্না পায়নি
চোখের কোন দিয়ে তাকিয়ে ছিলাম তোর দিকে
স্বপ্ন,স্বপ্ন,স্বপ্ন,স্বপ্ন ......

ঝুলি কাঁধে নিয়ে বেরিয়ে পড়িনি,ভাসায়নি তরী সাগরে
ঘাড় গুঁজে কবিতা লিখিনি,ইচ্ছে হয়নি বৈরাগেও
বেঁচে থেকেছি,ভেবেছি হিমেল হাওয়ায়,শ্রাবন আকাশে
নিশ্ছিদ্র ঘুম এর মাঝে,তোকে
আশা,আশা,আশা,আশা ...

পেরিয়ে এসেছি বহুকাল,লহমা গুলি তাৎপর্যহীন গাছের মতো
কোটর থেকে উঁকি মেরে দেখে কখনো স্মৃতির কাশফুলের ছবি
ক্লান্তিরোদে,পুড়ে গেছে জীবনের মাটি,ছাইরঙা জলে ধুয়ে গেছে
তোর আবছা মুখের আঁকিবুঁকি
অদেখা রইলি ,এলি না ফিরে সত্যি সত্যি

অবুঝ আলোর শীতের সকাল,কুয়াশাঘেরা বাগানে দাঁড়িয়ে রইলাম এতকাল পর
তুই কতকাল আগেই হেঁটে মিলিয়ে গেছিস
দাঁড়িয়েই রইলাম
একা,একা,একা,একা ...

শুনলাম তুই ফিরে এসেছিস আবার
কিন্তু আমি যে হারিয়ে গিয়েছি .......

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন