Columbus (2017)
আনমনা এক
বৃষ্টিভেজা রাত
মন আয়নায় দৃষ্টি
বিহ্বল
ফুরিয়ে যাওয়া কথার
পথের বাঁকে
খরস্রোতা সেই
জ্যোৎস্না চোখের জল
হাতছানি দেয় অনেক পিছুটান
দলছুট এক একলা
প্রতিশ্রুতি
মনখারাপি নীরব
অভিমান
নুনদুপুর আর বনের
মহুলান
ফোঁটা ফোঁটা ঝরছে
অভিযোগ
পিছু ডাকে
নিরুদ্দেশের গান
ব্যবধান, চিত্রিত পরিণতি...
ঘুমসাঁকোতে
আলোরঙ্গের তুলি
ছবির খাতায়, বিবেচনার বুলি
প্রীতির আসর, ব্যর্থ সারারাত
কাব্যপ্রেমিক, নেইকো প্রয়োজন
যুক্তিজাহাজ উড়ল
মেলে ডানা
বিবেচনা, দিলাম বিসর্জন...
বহমান কিছু
নির্বাচিত চিত্রকল্প
জমাট বাঁধা দ্বিধার
কালি, আক্ষেপ
নোঙ্গর তুলে একলা
যাযাবর
ঘরছাড়া, স্বপ্নক্ষরণ
সংক্ষেপ
চুপচাপ চলে এক
অপরিচিত চেনা রাস্তা
সন্ধ্যে নীরব, কফিটেবিল বুক
চলে দোকানপাট, কুয়াশাস্মৃতির
সারি
শুন্য হিসেব, মাসকাবারি আড়ি
অপেক্ষারত আঙ্গুলে
আটকে থাকা গল্প,
অল্প, কিছু স্বপ্নবোনা
উলকাঁটা
কল্পনার স্তুপ...
অবসর নিতে চাওয়া
কয়েদিজীবন
অপলক চেয়ে থাকে, কাজলবরণ চোখ
হারিয়ে যাওয়া ট্রেন, পাহাড়,নদী,মেঘ
রেলকলোনি, শহরতলি
কক্ষচুত ঘটনাবলী...
গুছিয়ে রাখা টুকরো
খামখেয়াল
প্রথম লেখা উটকো
চিঠির খাম
পথ হারিয়ে নিজেকে
পাওয়ার নেশা
অসাবধানী কবিতারই
নাম
একলা হাঁটিস আমার
আঙ্গুল ধরে
আমিও একলা পথ
হাঁটতে পারি
মনের সুখে, নিজের মতন করে
একলা থাকিস কিন্তু সঙ্গে
থাকিস... |