বুধবার, ১৭ ডিসেম্বর, ২০১৪

কয়েক ফোঁটা 
বৃত্ত ধোঁয়া 
বোধহয়  মানুষ 
শীতের ছোঁয়া 
দিনের ধকল 
শুন্য হাতে 
স্বপ্নউড়ান 
হৃদয়্খাতে 
আমিও অপর 
অপরে আমি 
লহমা কাঁটা 
ভীষণ দামী 
দিন চলে যায়..
দিন চলে যায়....
দিন চলে যায়......
দিন চলে যায়.........



মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০১৪

শব্দ খাঁঝে হারিয়ে গেছে কত প্রশ্ন আমার
কবিতার নিটোল লাইনে নিস্তরঙ্গ ঢেউ
খ্যাপা বাতাসে ক্ষয়ে যাওয়া কৌতুহলপথ
বোগেনভিলিয়ায় আজ জল দেয় না কেউ
মেহগনি গাছের পিছে লুকোনো গানজ্যোস্না
নিষ্ফল চেষ্টায় চলে প্রশ্নোত্তর পর্ব
বিশ্বাসে অতিক্রম করে জমাট বাঁধা দুরত্ব
উত্তর শুধু প্রশ্ন হয়ে খুঁজে যায় বানভাসি দ্বীপ
খানখান কৈশোর,ধুলিসা..প্রাপ্তির গর্ব
নিঃশব্দতায় অনুসন্ধান চলতে থাকে অন্তহীন 
শব্দময় উত্তর তাও খুঁজে পায় না
চোখের আড়ালে রয়ে যায় এই মানচিত্র জীবন
সব প্রশ্নের যে উত্তর দেওয়া যায় না !


সোমবার, ১ সেপ্টেম্বর, ২০১৪

আমরা ফিরে এসেছি
শহরটা সেখানেই রয়ে গেছে..
কুয়াশাচাদর জড়ানো বিকেল
ভেজা গলিপথ আর কাঠের জিনিষ
ঝাপটা ফুলের গন্ধ আর ইউকিলিপটাসের সারি
কিছু আস্তে আলো সন্ধ্যে,চায়ের কাপে 
সবুজ নেশা হাওয়ায় হয়ত আজও বয়ে গেছে....
আমরা ফিরে এসেছি
শহরটা সেখানেই রয়ে গেছে...
পাতাঝরার মরশুম,মশলাবাগান জীবন
তিনটে বন্ধু নদী,ফিরতি সাঁকোপথ
অল্প হিমের রাত,ছোট ছোট পায়ে হাঁটা
মনমরা মেঘ,পাহাড়,সাজানো শহরতলি
নতুন করে পাওয়া বন্ধুত্ব
হটা করে ভালোলাগা,অন্যরকম
মুহুর্তকথা কিছু সাক্ষী রয়ে গেছে
আমরা ফিরে এসেছি
শহরটা সেখানেই রয়ে গেছে.....
এক আঙ্গুল চিন্তাজল,চুপচাপ
জীবন্ত এক ছবি,ক্লান্ত পায়ের 
পুরস্কারে নিজেকে পাওয়া,
ফিরে যাওয়া...............
পুরনো স্মৃতির বহু কথা কয়ে গেছে
আমরা ফিরে আসিনি,সেখানেই রয়ে গেছি
শহরটা ফিরে এসেছে......
ঝিমপাহাড়,ফিরতি মেঘের পানসে মুখ
রাশভারী এক ক্লাসদুপুর,অচিনপুর
ডেকে ডেকে যায়,শুকনো ফুল 
ভালো লাগা এক মনখারাপ,পিছু পিছু আসে 
চুপ চিবুক,শুন্য বুক,পরিচিত সেই বাগানসুর..
হিমরাত জাগে চিকচিক পাথরে
ক্লোরোফিল ভাসে সকালেরই চায়েতে
ফিরে আসা সেই টিউশনিসন্ধ্যে রাগ...
দলছুট মন নৌকা পথ হারায়,
চিন্তাজল স্মৃতিভেজা অনুষ্ঠান
ভিজে মরশুমে ভয় ভয় প্রথম গান
তোমাকে.......
যদি বুঝে থাক দোলাচল সরগম
যদি খুঁজে থাক আলোকিত তঙ্গম
যদি পেতে চাও আড্ডাআড়াল ছবিঘর
পিঠে রোদ নিয়ে একফালি পথ হেঁটো...
কোনঠাসা এক পুরনো দুপুর,লাল রোযাক
ফুলকাটা বারান্দা,জানলা,রেলিংকাঠ
খুঁজে নাও ভালবাসা,স্মৃতির পাড়
নস্টালজিয়া পুরস্কার....
দলছুট মন নৌকা পথ হারায়,
চিন্তাজল স্মৃতিভেজা অনুষ্ঠান
ভিজে মরশুমে ভয় ভয় প্রথম গান
তোমাকে.......


বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০১৪

কিছু রংচটা ছবি আজও আমার কাছে রয়ে গেছে 
সূর্যের ছিঁটে ফোঁটা রঙে আঁকা 
বিছানাধারে দাঁড়িয়ে কোনো মনোভাব 
পাল্টে গেছে,সময় ঘড়ি 
আটকে গেছে ফায়ারপ্লেস রাত  
এক বাক্স প্যাস্টল কালার্স নিয়ে চলে যাওয়া 
জ্যাকেটএর পকেট এ রাখা ছিল কিছু শীতছোঁয়া 
আর একটা বকুল গাছের তলার বিকেল 
সরঞ্জাম ছেড়ে বেরিয়ে গেছে আঁকার হাত 
এক পছন্দের একুশ বছরের গল্পকথায় 
রুপকথার ক্যানভাস আর আগের মত নেই 
রং নিয়ে চলে গেছে রাজকন্যে  
রংচটা ছবিজীবন হারিয়ে এক ছেলে 
ঘরময় ছড়িয়ে পড়ে রইলো গতরাতের ছেঁড়া টুকরো

বুধবার, ২৭ আগস্ট, ২০১৪

ছোট ছিলাম,মা ঘুঁটে দিত 
আমরা ঘুঁটের গায়ে চেহারা আঁকতাম 
চোখ লাগিয়ে,কান বানিয়ে 
নাক সাজিয়ে  ....
পাগড়িওয়ালা,টুপিওয়ালা 
এটা আমার ঘুঁটে,এটা তোর ঘুঁটে 
নিজের চেনাজানা নাম দিয়ে 
ঘুঁটে সাজিয়ে রাখতাম  ..
রোজ সকালে হাসিমুখে সূর্য এসে
গোবরের ঘুঁটের ওপর খেলত 
রাতের উঠোনে যখন আগুন জ্বলত 
আমরা উনুন ঘিরে বসে থাকতাম 
কোন ঘুঁটের পালা আজ 
কোন ঘুঁটে হবে ছাই 
ওই যে ওটা ছিল পন্ডিত 
এটা ছিল মুন্না 
এটা ছিল গিয়ে দশরথ  ...
এত বছর বাদে,আমি 
শ্মশানে বসে ভাবছি 
আজ রাতের এই লহমায় 
সময়ের জ্বলন্ত উনুনে
এক বন্ধুর ঘুঁটে আরো চলে গেল 

( গুলজারের  "ইন্ধন " কবিতার অবলম্বনে )



এক ফালি আকাশের খোঁজে ঘর ছেড়ে এসেছি  
কাটিয়েছি নির্বাক প্রতিকৃতির পিছু ডাকা 
কিছু বিনষ্ট বেদনার ঘরকুনো স্বস্তি 
ভুলেছি অভিমানী মায়ের মুখ 
ধুপধুনো সন্ধ্যে,আর মাটির বুকের উজান 
পথের ধরে রেখে এসেছি 
এক বিজন পথের টানে,পথ চেনার গানে 
দেশান্তরে ভেসেছি  ......
এক ফালি আকাশের খোঁজে ঘর ছেড়ে এসেছি  

মার্চের দিনগুলি ফিরেছে তাদের গোপন আলো নিয়ে
আর বিশাল এক মাছ সাঁতার কেটে যায় আকাশপথ দিয়ে
অস্পষ্ট পার্থিব বাষ্প এগিয়ে চলে গোপনে
একে একে জিনিস পিছলে চলে যায় নিঃশব্দের গহ্বরে
এক আকস্মিক ঘটনার মাধ্যমে,ভ্রমনরত আকাশের সংকটে
তুমি পুনর্মিলিত করো সাগরের প্রাণের সাথে আগুনের প্রাণ
শীতের জাহাজের ধুসর পরিত্যাগ
যেইরূপ উকীর্ণ  থাকে গিটারে ভালবাসার গান
প্রেম! গোলাপ শুষে নিয়েছে মৎসকন্যা আর ফেনায়
নৃত্যরত শিখা যা অদৃশ্য সিড়ির ধাপ বেয়ে ওঠে
জাগিয়ে তুলতে রক্ত এক অনিদ্রিতের  গোলকধাঁধায়
যাতে ঢেউগুলো সম্পূর্ণ করতে পারে নিজেদের
আকাশের অন্তরালে
সমুদ্র ভুলে যায় তার রাগ আর আসবাব
আর পৃথিবী পড়ে থাকে অন্ধকারের জালে।

( পাবলো নেরুদার  march-days-return-with-their-covert-light কবিতা অবলম্বনে )

মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০১৪

কেন যে রোজ রোজ মনখারাপ করে
চোখের জলের একদিনও ছুটি নেই
ধারালো পার কেটে বয়ে যায় নদীর সাম্রাজ্য
এক তুঙ্গভদ্রা যেন আকাশ থেকে পড়ে
এক ইরাবতী বয়ে যায় অবাক অবাক চোখে
ফিরতি পথে চায় না কোয়েল,বলে না কথা
আমার মনখারাপের হয় না ছুটি,
বিকেল কেড়ে নেয় অভ্যেসদিনের হিসেব
কাবেরী এসে বসে থাকে,চিঠিলেখার বাতিক
বাতিল ঘরের আঙ্গিনায়,চোখের জলের ঝোঁকে
বাগমতী আর ফল্গু অপেক্ষায় থাকে
এক মোমবাতি জ্বেলে ঠায় চেয়ে থাকে কৃষ্ণা
সুবর্ণ দুরে চুপ করে বসে,যদি তার পালা আসে
কাল ঘুরে গেছে হাতানিয়া দোয়ানিয়া
মখারাপের ভিজে চেহারায় সাজিয়েছিল কাজল
কালিন্দী কাল আসবে বোধহয়,নীল সাড়ি পরে
কেন যে রোজ রোজ মন খারাপ হয় জানি না
এত হয়রানির সাঁকো বেয়ে আসা কি সহজ
তুমি কার অপেক্ষায় আছ?
মনখারাপের স্মৃতিই থাক বরং তাকে ঘিরে
প্রবাহিত অশ্রুভেজা জীবন,এক নদী অবিকল
সরস্বতী ফিরবে না কোনদিন,বহুদিন চলে গেছে
অশ্রুনদী ফিরে ফিরে আসবে,বয়ে যাবে অবিরল
কেন যে রোজ রোজ মনখারাপ করে?

আমায় প্রশ্ন করিস না 
আমি স্টিকি নোটস এর লেখায় আটকে গেছি 
আমি বুদ্বুদ হয়ে জলে ভেসে বেড়াই 
খাপছাড়া চিঠিতে খুঁজে পেতে চাই 
নিজের প্রশ্নের উত্তর 
দিগন্তে হারিয়ে যাওয়া দৃষ্টির জিজ্ঞাসা 
অগোছালো জীবনের প্রুফ ভুল হয়ে গেছে 
দ্বিতীয় সংস্করণ আর বের হবে না 
আর কোনো প্রশ্ন করিস না 
আমি উত্তর দিতে পারি না
আমার কাছে উত্তর থাকে না 

বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০১৪

কিসের গরজ,কে আমার কথা শোনে
নজরবন্দী ডানার পরিধি বনবাসী মনে 
একটাও গানে আমি জায়গা পাই না
ভুলের মাশুল আর খেসারতের ঋণ
আরো একটা দিন,আরো একটা দিন
আরো একটা,আরো একটা....
চশমার কাঁচ ভেঙ্গে যাওয়াই ভালো
আর দেখতে চাই না....
কালির সমুদ্র,দিস্তে কাগজ
ফর্মুলা বাঁধা অচল আঙ্গুল
শেখার দাঁড়ি,এত শিখে শুন্য পেলাম
মেরামতি সম্ভব নয় আর
স্মৃতি ছাড়া সব কিছুই ফুরিয়ে যায়
আমিও ফুরিয়ে গেলাম.....


हर  बार  यूं  जलने  का  मन  करता  है
इत्तेफाकन  मरने  का  मन  करता  है
इजाजत  तो  बहुत  पहले  ले  रखी  थी
कत्ल  अब  खुद  को  करने  का  मन  करता  है

 

বুধবার, ২০ আগস্ট, ২০১৪

চোখ চাইতে দেরী হয়েছিল
আমি এক মুহূর্তও অপেক্ষা করিনি
ভাবনার আংটি সকলের জন্য নয়
ফুয়ে উড়িয়ে দেওয়া যায় কিছু কথা
অন্ধকারের আলো আমার সয়
আমি তোমার আলো দেখার জন্যে নয়
এক বাতাস কখনো আছে,কখনো হাওয়া
যা চলে গেছে,যে চলে গেছে,
পরোয়া করি না,পরোয়ানা এসেছে আগুনজীবন 
ক্লান্ত বুঝে যাওয়া আগুনে আজও আঁচ আছে
অনেক কাজ বাকি,নিজের জন্য
কবর নিজেকেই খুঁড়ে রাখতে হবে....



এবারের মতো চুপ করে থাকাই ভালো 
কত চাহিদার উড়ে যাওয়া খাম,তোর্ চোখের জল নিয়ে 
গন্তব্যের অনুসন্ধানে এক পথভোলা  পথিক 
ফিসফিসানির চাদর জড়ানো এক ঘটনাবলী 
প্রীতি মধুর বেদুইন জীবন 
আধখোলা ঠোঁটের ভালবাসার কথা,আর 
আঘাত দেওয়া সেই উৎসবের  স্মৃতি 
আমি সব বুঝি,কিন্তু মনে ব্যথা রাখাই ভালো  
এবারের মতো চুপ করে থাকাই ভালো 

বুধবার, ১৩ আগস্ট, ২০১৪

अबकी बार चुप रहना ही बेहतर है
ख्वाहिशों के उड़ते लिफाफे,तेरे आँसू समेटे
मंज़िलों की तलाश मे,बावरा मुसाफिर
दस्ताने इश्क़ का कारवां,सरगोशी लपेटे
अधूरी वफा की जुबान,महफिले बेवफ़ाई
मुझे मालूम है वजह,पर दर्द सहना ही बेहतर है
अबकी बार चुप रहना ही बेहतर है..........

মঙ্গলবার, ১২ আগস্ট, ২০১৪

Arisha, The Bear And The Stone Ring by Wim Wenders


একটা জীবন কাটিয়েই দেখা যাক

না হয় নিজের সঙ্গেই চলে যাব

নৈশব্দের গিটার হাতে নিয়ে, শব্দময়

একটা গানের কলি না হয় গেয়ে দেখি

হোক না সুর ভুল, নিয়ম ভাঙুক

নিয়ম করে, স্বীকৃত ব্যতিক্রম

থাকুক না এক অদেখা একলা পথ

হেঁটে দেখি না অজান্তে নিজের সঙ্গে

নিজের বন্ধন ছিঁড়ে

গন্তব্যহীন, নিরাপদ আশ্রয়

অভ্যেস করি না অভ্যেস পাল্টানোর

বিচ্ছিন্ন হোক না অনুষঙ্গ

চেষ্টা করি না হয় খুঁজে পেতে

অবিশ্বাসের কোলে বাসা বাঁধা সুখের

বিশ্বাস করি যদি এ সংস্কার

উপেক্ষা করি, দাবীর শিলাবৃষ্টি

ছোট ছোট,জলতরঙ্গ

না হয় উপলব্ধি করি ভিন্ন

আকাঙ্ক্ষা, নির্জনতার অবদান

লোটাকম্বল তুলে উদ্বাস্তু হই না হয়

অভিজ্ঞতার বিজ্ঞান

বাঁধাধরা সবকিছু শিকেয় তুলি,

মুখে হাসি, মুসাফিরানা ভাব

না হয় নিজের সঙ্গেই চলে যাব

একটা জীবন এভাবে কাটিয়েই দেখা যাক


সঙ্গে থাকিস

Columbus (2017)

আনমনা এক বৃষ্টিভেজা রাত

মন আয়নায় দৃষ্টি বিহ্বল

ফুরিয়ে যাওয়া কথার পথের বাঁকে

খরস্রোতা সেই জ্যোৎস্না চোখের জল

হাতছানি  দেয়  অনেক  পিছুটান

দলছুট এক একলা প্রতিশ্রুতি

মনখারাপি নীরব অভিমান

নুনদুপুর আর বনের মহুলান

ফোঁটা ফোঁটা ঝরছে অভিযোগ

পিছু ডাকে নিরুদ্দেশের গান

ব্যবধান, চিত্রিত পরিণতি...

ঘুমসাঁকোতে আলোরঙ্গের তুলি

ছবির খাতায়, বিবেচনার বুলি

প্রীতির আসর, ব্যর্থ সারারাত

কাব্যপ্রেমিক, নেইকো প্রয়োজন

যুক্তিজাহাজ উড়ল মেলে ডানা

বিবেচনা, দিলাম বিসর্জন...

বহমান কিছু নির্বাচিত চিত্রকল্প

জমাট বাঁধা দ্বিধার কালি, আক্ষেপ

নোঙ্গর তুলে একলা যাযাবর

ঘরছাড়া, স্বপ্নক্ষরণ সংক্ষেপ

চুপচাপ চলে এক অপরিচিত চেনা রাস্তা

সন্ধ্যে নীরব, কফিটেবিল বুক

চলে দোকানপাট, কুয়াশাস্মৃতির সারি

শুন্য হিসেব, মাসকাবারি আড়ি

অপেক্ষারত আঙ্গুলে আটকে থাকা গল্প,

অল্প, কিছু স্বপ্নবোনা উলকাঁটা

কল্পনার স্তুপ...

অবসর নিতে চাওয়া কয়েদিজীবন

অপলক চেয়ে থাকে, কাজলবরণ চোখ

হারিয়ে যাওয়া ট্রেন, পাহাড়,নদী,মেঘ

রেলকলোনি, শহরতলি

কক্ষচুত ঘটনাবলী...

গুছিয়ে রাখা টুকরো খামখেয়াল

প্রথম লেখা উটকো চিঠির খাম

পথ হারিয়ে নিজেকে পাওয়ার নেশা

অসাবধানী কবিতারই নাম

একলা হাঁটিস আমার আঙ্গুল ধরে

আমিও একলা পথ হাঁটতে পারি

মনের সুখে, নিজের মতন করে

একলা থাকিস কিন্তু সঙ্গে থাকিস...


মাথার ওপর আকাশ ঘন 
মায়াজালেরই অন্ধকার 
নিঃসঙ্গে পথ চলে মেঘ,আলোছায়া 
পথে কালোর আলো 
গোলকধাঁধা ,তারার ভীড়ে 
আমার নির্বাসিত মনের তীরে 
বেজেছে চুরাঙ্গর এক সুরেলা তান 
পার্সেইদ উল্কাপাত দেখা যাবে আজ 
বড় ভালো লাগছে 
এই অস্পৃশ্য ছোঁয়া
নীরবতার গান
আমি আজ ঘরে ফিরে যাব না

বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০১৪

मरने दो 

दीप राग के  जल जाये,गीत हृदय मे पलने दो
तन जलकण से आलिंगन,हर क्षण बस यूं ही करने दो
मन प्रणय शिखर मे बस जाती,मधुर भाव सा बहने दो
विरह वासना प्रेम सदृश,नंगे पाँव ही चलने दो
जीवनतत्व मैंने तो समझ लिया,अब अभिमानों को मरने दो
 बरसों तक स्वयं मे कैद रहा,अब समर शौर्य से लड़ने दो
चिरपरिचित की फ़िक्र छोड़,स्वाधीन कलम सा चलने दो
निर्भय होकर जो है कहा नहीं,उसे खामोश ही रहने दो
स्वीकारी थी हार जहां,निर्भय विजय मे बदलने दो
जीवन पर जो है व्यंग्य प्रहार,उस व्यंग्य पर तो हँसने दो 
मर मर के जीवित रहा जो था,जी जी कर अब उसे मरने दो ....

















শনিবার, ২ আগস্ট, ২০১৪


बेख्याली  का आलम  तो वो था की 
बेवजह बेशर्म हो चल पड़ा था 
बेगाने  किसी की बातों की ओर 
बेअदब सड़क ही इतनी बेवफा निकली 
बेज़ुबान बेचारे कदमो को पहुँचा दिया 
बरबस ही बेजान से बेबस खड़े  घर के बाहर 
ये बात और थी की बिन बताए 
बंदिशे तोड़ वो पहले से खड़ी थी वहाँ 
बड़ी बड़ी आँखों में घुला नमक 
तेरे लिए  उस दिन 
चाय तो बिना शक्कर के बनाई थी 
तेरे रुख़्सार से गिरी आंसू की एक बूँद,
जो तूने यूँ नकारा 
टपकी जो मेरी चाय में 
चाय बरबस ही मीठी लगने लगी ........


जाड़े की  एक सुबह
धुंधले अक्स ,कोहरे से ढके
यूँ ही फिरते चाय की तलाश
शाल लपेटे बालकनी से झांकना बाहर
गुलमोहर की गहरी सांसे
और ,और तुम.......
 हमारी यादों में
पता नहीं क्यु
बस यूँ ही ………

শুক্রবার, ১ আগস্ট, ২০১৪

ঘুম ঘুম এক ঘুমপাড়ানি বিকেল
ঘনিয়ে আসা স্বপ্নবিষাদ রং
স্মৃতিঘেরা আলোছায়া সেই পথ
নিরাসক্তিতে করেছি অতিক্রম..
বিকেল গড়ায়,সন্ধে নেমে আসে
আমার মনের নিকষ অন্ধকার
ইতস্তত করে হারিকেনের শিখা
সময় কেটে যায়,কেটে যায় সময়
সঞ্চয়..
একটি বিজন বিকেল,জলআয়নায়
প্রতিসৃত শেষ রোদ্দুর
তোমার সঙ্গে আঙ্গুলে আঙ্গুল,
স্নিগ্ধ গোপন সুর..
সঞ্চয় শুধু  চোখের জল,আর
কিছু কবিতা,পথিক আলেয়াপথগামী
তোমার সামনে মাথা নত
আর সব কিছু তোমার,
আসক্তি,ভালবাসা,স্মৃতি,গান
চোখের জলের ভাগ দেব না আমি
এইটুকু স্বার্থপরতা থাক
কান্না বড় ব্যক্তিগত.....


বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০১৪

একাকিত্বের ফেয়ারওয়েল

Lost in translation

একলা পথ, বিকেল শেষ

জনস্রোত, পরিবেশ

উদাস দৃষ্টিশুন্য লক্ষ্য

শ্রান্ত হৃদয়, উপত্যকা

হঠাৎ...

কোথায় পথ, নিরুদ্দেশ

সম্মুখে বন

জলপ্রপাত...

জলের ফোঁটা, বৃষ্টিরেখা

সিক্ত শরীর, আপনজন

আলতো সুরে, ঝুপ্পুস জল

চোখ বুজেছি, শান্ত মন

চোখ খুলেছি

যানবাহন

ব্যস্ত শহর, কোলাহল...

ভিড়ের মাথা, বাসের সিড়ি

হাতল ধরে, আসনপিঁড়ি

ঝাঁকুনিখেলা, হেলাফেলা

তারই মাঝে, তন্দ্রামতন

তন্দ্রা ভাঙ্গে, কোথায় কি যে

মেঘ্শহরে, ভিজেভিজে

পাহারচূড়া, ভুলবোনা

কুয়াশাটুপি, উলবোনা

সবুজ পথে, পরম সুখ

যাক হারিয়ে,

আগন্তুক

টুপ টাপ টুপ,জলকণা

স্বপ্নজগতফিরব না

হঠাৎ কাঁপে,ধরণী পায়ে

নিরুপায়..

ফোন এসেছে, এয়ারটেল

এখনো বাসের স্টপ আসেনি

একাকিত্বের ফেয়ারওয়েল!