বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০১৪

কিসের গরজ,কে আমার কথা শোনে
নজরবন্দী ডানার পরিধি বনবাসী মনে 
একটাও গানে আমি জায়গা পাই না
ভুলের মাশুল আর খেসারতের ঋণ
আরো একটা দিন,আরো একটা দিন
আরো একটা,আরো একটা....
চশমার কাঁচ ভেঙ্গে যাওয়াই ভালো
আর দেখতে চাই না....
কালির সমুদ্র,দিস্তে কাগজ
ফর্মুলা বাঁধা অচল আঙ্গুল
শেখার দাঁড়ি,এত শিখে শুন্য পেলাম
মেরামতি সম্ভব নয় আর
স্মৃতি ছাড়া সব কিছুই ফুরিয়ে যায়
আমিও ফুরিয়ে গেলাম.....


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন