বুধবার, ২৭ আগস্ট, ২০১৪

মার্চের দিনগুলি ফিরেছে তাদের গোপন আলো নিয়ে
আর বিশাল এক মাছ সাঁতার কেটে যায় আকাশপথ দিয়ে
অস্পষ্ট পার্থিব বাষ্প এগিয়ে চলে গোপনে
একে একে জিনিস পিছলে চলে যায় নিঃশব্দের গহ্বরে
এক আকস্মিক ঘটনার মাধ্যমে,ভ্রমনরত আকাশের সংকটে
তুমি পুনর্মিলিত করো সাগরের প্রাণের সাথে আগুনের প্রাণ
শীতের জাহাজের ধুসর পরিত্যাগ
যেইরূপ উকীর্ণ  থাকে গিটারে ভালবাসার গান
প্রেম! গোলাপ শুষে নিয়েছে মৎসকন্যা আর ফেনায়
নৃত্যরত শিখা যা অদৃশ্য সিড়ির ধাপ বেয়ে ওঠে
জাগিয়ে তুলতে রক্ত এক অনিদ্রিতের  গোলকধাঁধায়
যাতে ঢেউগুলো সম্পূর্ণ করতে পারে নিজেদের
আকাশের অন্তরালে
সমুদ্র ভুলে যায় তার রাগ আর আসবাব
আর পৃথিবী পড়ে থাকে অন্ধকারের জালে।

( পাবলো নেরুদার  march-days-return-with-their-covert-light কবিতা অবলম্বনে )

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন