সোমবার, ১ সেপ্টেম্বর, ২০১৪

ঝিমপাহাড়,ফিরতি মেঘের পানসে মুখ
রাশভারী এক ক্লাসদুপুর,অচিনপুর
ডেকে ডেকে যায়,শুকনো ফুল 
ভালো লাগা এক মনখারাপ,পিছু পিছু আসে 
চুপ চিবুক,শুন্য বুক,পরিচিত সেই বাগানসুর..
হিমরাত জাগে চিকচিক পাথরে
ক্লোরোফিল ভাসে সকালেরই চায়েতে
ফিরে আসা সেই টিউশনিসন্ধ্যে রাগ...
দলছুট মন নৌকা পথ হারায়,
চিন্তাজল স্মৃতিভেজা অনুষ্ঠান
ভিজে মরশুমে ভয় ভয় প্রথম গান
তোমাকে.......
যদি বুঝে থাক দোলাচল সরগম
যদি খুঁজে থাক আলোকিত তঙ্গম
যদি পেতে চাও আড্ডাআড়াল ছবিঘর
পিঠে রোদ নিয়ে একফালি পথ হেঁটো...
কোনঠাসা এক পুরনো দুপুর,লাল রোযাক
ফুলকাটা বারান্দা,জানলা,রেলিংকাঠ
খুঁজে নাও ভালবাসা,স্মৃতির পাড়
নস্টালজিয়া পুরস্কার....
দলছুট মন নৌকা পথ হারায়,
চিন্তাজল স্মৃতিভেজা অনুষ্ঠান
ভিজে মরশুমে ভয় ভয় প্রথম গান
তোমাকে.......


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন