সোমবার, ১ সেপ্টেম্বর, ২০১৪

আমরা ফিরে এসেছি
শহরটা সেখানেই রয়ে গেছে..
কুয়াশাচাদর জড়ানো বিকেল
ভেজা গলিপথ আর কাঠের জিনিষ
ঝাপটা ফুলের গন্ধ আর ইউকিলিপটাসের সারি
কিছু আস্তে আলো সন্ধ্যে,চায়ের কাপে 
সবুজ নেশা হাওয়ায় হয়ত আজও বয়ে গেছে....
আমরা ফিরে এসেছি
শহরটা সেখানেই রয়ে গেছে...
পাতাঝরার মরশুম,মশলাবাগান জীবন
তিনটে বন্ধু নদী,ফিরতি সাঁকোপথ
অল্প হিমের রাত,ছোট ছোট পায়ে হাঁটা
মনমরা মেঘ,পাহাড়,সাজানো শহরতলি
নতুন করে পাওয়া বন্ধুত্ব
হটা করে ভালোলাগা,অন্যরকম
মুহুর্তকথা কিছু সাক্ষী রয়ে গেছে
আমরা ফিরে এসেছি
শহরটা সেখানেই রয়ে গেছে.....
এক আঙ্গুল চিন্তাজল,চুপচাপ
জীবন্ত এক ছবি,ক্লান্ত পায়ের 
পুরস্কারে নিজেকে পাওয়া,
ফিরে যাওয়া...............
পুরনো স্মৃতির বহু কথা কয়ে গেছে
আমরা ফিরে আসিনি,সেখানেই রয়ে গেছি
শহরটা ফিরে এসেছে......

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন