ছোট ছিলাম,মা ঘুঁটে দিত
আমরা ঘুঁটের গায়ে চেহারা আঁকতাম
চোখ লাগিয়ে,কান বানিয়ে
নাক সাজিয়ে ....
পাগড়িওয়ালা,টুপিওয়ালা
এটা আমার ঘুঁটে,এটা তোর ঘুঁটে
নিজের চেনাজানা নাম দিয়ে
ঘুঁটে সাজিয়ে রাখতাম ..
রোজ সকালে হাসিমুখে সূর্য এসে
গোবরের ঘুঁটের ওপর খেলত
রাতের উঠোনে যখন আগুন জ্বলত
আমরা উনুন ঘিরে বসে থাকতাম
কোন ঘুঁটের পালা আজ
কোন ঘুঁটে হবে ছাই
ওই যে ওটা ছিল পন্ডিত
এটা ছিল মুন্না
এটা ছিল গিয়ে দশরথ ...
এত বছর বাদে,আমি
শ্মশানে বসে ভাবছি
আজ রাতের এই লহমায়
সময়ের জ্বলন্ত উনুনে
এক বন্ধুর ঘুঁটে আরো চলে গেল
( গুলজারের "ইন্ধন " কবিতার অবলম্বনে )
আমরা ঘুঁটের গায়ে চেহারা আঁকতাম
চোখ লাগিয়ে,কান বানিয়ে
নাক সাজিয়ে ....
পাগড়িওয়ালা,টুপিওয়ালা
এটা আমার ঘুঁটে,এটা তোর ঘুঁটে
নিজের চেনাজানা নাম দিয়ে
ঘুঁটে সাজিয়ে রাখতাম ..
রোজ সকালে হাসিমুখে সূর্য এসে
গোবরের ঘুঁটের ওপর খেলত
রাতের উঠোনে যখন আগুন জ্বলত
আমরা উনুন ঘিরে বসে থাকতাম
কোন ঘুঁটের পালা আজ
কোন ঘুঁটে হবে ছাই
ওই যে ওটা ছিল পন্ডিত
এটা ছিল মুন্না
এটা ছিল গিয়ে দশরথ ...
এত বছর বাদে,আমি
শ্মশানে বসে ভাবছি
আজ রাতের এই লহমায়
সময়ের জ্বলন্ত উনুনে
এক বন্ধুর ঘুঁটে আরো চলে গেল
( গুলজারের "ইন্ধন " কবিতার অবলম্বনে )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন