বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০১৪

কিছু রংচটা ছবি আজও আমার কাছে রয়ে গেছে 
সূর্যের ছিঁটে ফোঁটা রঙে আঁকা 
বিছানাধারে দাঁড়িয়ে কোনো মনোভাব 
পাল্টে গেছে,সময় ঘড়ি 
আটকে গেছে ফায়ারপ্লেস রাত  
এক বাক্স প্যাস্টল কালার্স নিয়ে চলে যাওয়া 
জ্যাকেটএর পকেট এ রাখা ছিল কিছু শীতছোঁয়া 
আর একটা বকুল গাছের তলার বিকেল 
সরঞ্জাম ছেড়ে বেরিয়ে গেছে আঁকার হাত 
এক পছন্দের একুশ বছরের গল্পকথায় 
রুপকথার ক্যানভাস আর আগের মত নেই 
রং নিয়ে চলে গেছে রাজকন্যে  
রংচটা ছবিজীবন হারিয়ে এক ছেলে 
ঘরময় ছড়িয়ে পড়ে রইলো গতরাতের ছেঁড়া টুকরো

1 টি মন্তব্য: