মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০১৪

কেন যে রোজ রোজ মনখারাপ করে
চোখের জলের একদিনও ছুটি নেই
ধারালো পার কেটে বয়ে যায় নদীর সাম্রাজ্য
এক তুঙ্গভদ্রা যেন আকাশ থেকে পড়ে
এক ইরাবতী বয়ে যায় অবাক অবাক চোখে
ফিরতি পথে চায় না কোয়েল,বলে না কথা
আমার মনখারাপের হয় না ছুটি,
বিকেল কেড়ে নেয় অভ্যেসদিনের হিসেব
কাবেরী এসে বসে থাকে,চিঠিলেখার বাতিক
বাতিল ঘরের আঙ্গিনায়,চোখের জলের ঝোঁকে
বাগমতী আর ফল্গু অপেক্ষায় থাকে
এক মোমবাতি জ্বেলে ঠায় চেয়ে থাকে কৃষ্ণা
সুবর্ণ দুরে চুপ করে বসে,যদি তার পালা আসে
কাল ঘুরে গেছে হাতানিয়া দোয়ানিয়া
মখারাপের ভিজে চেহারায় সাজিয়েছিল কাজল
কালিন্দী কাল আসবে বোধহয়,নীল সাড়ি পরে
কেন যে রোজ রোজ মন খারাপ হয় জানি না
এত হয়রানির সাঁকো বেয়ে আসা কি সহজ
তুমি কার অপেক্ষায় আছ?
মনখারাপের স্মৃতিই থাক বরং তাকে ঘিরে
প্রবাহিত অশ্রুভেজা জীবন,এক নদী অবিকল
সরস্বতী ফিরবে না কোনদিন,বহুদিন চলে গেছে
অশ্রুনদী ফিরে ফিরে আসবে,বয়ে যাবে অবিরল
কেন যে রোজ রোজ মনখারাপ করে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন