মঙ্গলবার, ১২ আগস্ট, ২০১৪

একটা জীবন কাটিয়েই দেখা যাক
না হয় নিজের সঙ্গেই চলে যাব
নৈশব্দের গিটার হাতে নিয়ে,শব্দময়
একটা গানের কলি না হয় গেয়ে দেখি
হোক না সুর ভুল,নিয়ম ভাঙুক
নিয়ম করে,স্বীকৃত ব্যতিক্রম
থাকুক না এক অদেখা একলা পথ
হেঁটে দেখি না অজান্তে নিজের সঙ্গে
নিজের বন্ধন ছিঁড়ে
গন্তব্যহীন,নিরাপদ আশ্রয়
অভ্যেস করি না অভ্যেস পাল্টানোর
বিচ্ছিন্ন হোক না অনুষঙ্গ
চেষ্টা করি না হয় খুঁজে পেতে
অবিশ্বাসের কোলে বাসা বাঁধা সুখের
বিশ্বাস করি যদি এ সংস্কার
উপেক্ষা করি,দাবীর শিলাবৃষ্টি
ছোট ছোট,জলতরঙ্গ
না হয় উপলব্ধি করি ভিন্ন
আকাঙ্ক্ষা,নির্জনতার অবদান
লোটাকম্বল তুলে উদ্বাস্তু হই না হয়
অভিজ্ঞতার বিজ্ঞান
বাঁধাধরা সবকিছু শিকেয় তুলি,
মুখে হাসি,মুসাফিরানা ভাব
না হয় নিজের সঙ্গেই চলে যাব

একটা জীবন এভাবে কাটিয়েই দেখা যাক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন