মাথার ওপর আকাশ ঘন
মায়াজালেরই অন্ধকার
নিঃসঙ্গে পথ চলে মেঘ,আলোছায়া
পথে কালোর আলো
গোলকধাঁধা ,তারার ভীড়ে
আমার নির্বাসিত মনের তীরে
বেজেছে চুরাঙ্গর এক সুরেলা তান
পার্সেইদ উল্কাপাত দেখা যাবে আজ
বড় ভালো লাগছে
এই অস্পৃশ্য ছোঁয়া
নীরবতার গান
আমি আজ ঘরে ফিরে যাব না
মায়াজালেরই অন্ধকার
নিঃসঙ্গে পথ চলে মেঘ,আলোছায়া
পথে কালোর আলো
গোলকধাঁধা ,তারার ভীড়ে
আমার নির্বাসিত মনের তীরে
বেজেছে চুরাঙ্গর এক সুরেলা তান
পার্সেইদ উল্কাপাত দেখা যাবে আজ
বড় ভালো লাগছে
এই অস্পৃশ্য ছোঁয়া
নীরবতার গান
আমি আজ ঘরে ফিরে যাব না
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন