মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০১৪

শব্দ খাঁঝে হারিয়ে গেছে কত প্রশ্ন আমার
কবিতার নিটোল লাইনে নিস্তরঙ্গ ঢেউ
খ্যাপা বাতাসে ক্ষয়ে যাওয়া কৌতুহলপথ
বোগেনভিলিয়ায় আজ জল দেয় না কেউ
মেহগনি গাছের পিছে লুকোনো গানজ্যোস্না
নিষ্ফল চেষ্টায় চলে প্রশ্নোত্তর পর্ব
বিশ্বাসে অতিক্রম করে জমাট বাঁধা দুরত্ব
উত্তর শুধু প্রশ্ন হয়ে খুঁজে যায় বানভাসি দ্বীপ
খানখান কৈশোর,ধুলিসা..প্রাপ্তির গর্ব
নিঃশব্দতায় অনুসন্ধান চলতে থাকে অন্তহীন 
শব্দময় উত্তর তাও খুঁজে পায় না
চোখের আড়ালে রয়ে যায় এই মানচিত্র জীবন
সব প্রশ্নের যে উত্তর দেওয়া যায় না !


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন