শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

গাছের বই

রিচার্ড পাওয়ার্স মার্কিন সাহিত্য জগতে পরিচিত নাম। তাঁর একাধিক বই ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড পেয়েছে, আন্তর্জাতিক মহলে তাঁর খ্যাতিও আছে। দুর্ভাগ্যক্রমে আমি আগে তাঁর কোনও লেখাই পড়িনি। কত বইই তো পড়া হয় না। কী আর করা যাবে!

কিন্তু 'দ্য ওভারস্টোরি'-র কথা জানামাত্র ঠিক করেছিলাম এই বইটা পড়তেই হচ্ছে। তার কারণ আর কিছুই নয়, বইটার বিষয়বস্তু। পাওয়ার্স বইটা লিখেছেন গাছেদের নিয়ে। আরো ভালো করে বলতে গেলে দ্য ওভারস্টোরি নয়জন ব্যক্তির কাহিনি, যাদের জীবনে গাছের গুরুত্ব অপরিসীম। পাওয়ার্স এই বইয়ের মূল ধারণা নিয়েছেন ইকোলজিস্ট সুজান সিমার্ডের mycorrhizal networks নিয়ে করা গবেষণা থেকে। গাছেদের নিউরাল নেটওয়ার্ক বলা যায়! ('অবতার'-এর মাদার ট্রি- কথা মনে আছে নিশ্চয়ই!) সিমার্ড গবেষণা করে দেখেছেন উদ্ভিদ ও প্রাণী জগতের মধ্যেও একটা ইন্টারস্পিসিজ কোঅপারেশন আছে। এই বইতে সেই গবেষণাকে মাথায় রেখে গড়ে তোলা হয়েছে এক কাল্পনিক কাহিনি যেখানে গাছেদের সঙ্গে মানুষের সম্পর্ক তাদের জীবনকে ভিন্ন ভিন্ন পরিণতির দিকে এগিয়ে নিয়ে যায়।
২০১৮ সালে বুকার প্রাইজের জন্য মনোনীত হয়েছিল এই এনভায়রনমেন্ট ফিকশন। ২০১৯ সালে পুলিৎজর প্রাইজ ফর ফিকশন জিতে নেয়। তার আগে থেকেই বইটা পড়ব পড়ব করছি, হচ্ছে আর না! অবশেষে আজ হাতে পেলাম। এইবার আগেপরে ঠিক পড়া হয়ে যাবে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন