শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

ভেনিস ও বৃষ্টির এক বিকেল

 সেদিন মুষলধারে বৃষ্টি নেমেছিল ভেনিসে। কালো হয়ে এসেছিল আকাশ, বাতাস বইছিল শন শন। গ্রেট ক্যানালে 'অ্যাকোয়া অল্টা'-র সাইরেন অগ্রাহ্য করে সমুদ্রের ফেনায়িত জলে আকাশ ছোঁয়া ঢেউ খেলছিল, ধুয়ে যাচ্ছিল সান মার্কো চত্বরের পরিপাটি মেজাজ, নিরাবরণ হয়ে উঠছিল অন্য এক জলশহর। আমরা ছাতা মাথায় সেই শহরে হারিয়ে গিয়েছিলাম।


নিরুদ্দেশ ভ্রমণ। নিরুত্তাপ দোকানি, নির্লিপ্ত সেতু, একা রাস্তা। জলে টইটম্বুর। বৃষ্টি থামলে মাঝে মাঝে ফেরিতে চড়ি, নেমে যাই দু'টো তিনটে স্টপ পর। যেই রাস্তায় সচরাচর বাইরের লোক পা বাড়ায় না, সেইখান দিয়ে হেঁটে হেঁটে দেখি। অনেকগুলো পাড়া একেবারে নিঝুম, খাঁ-খাঁ করে। একটা মানুষও দেখা যায় না। মিনিট দশেক হাঁটলে হয়ত একটা গির্জা চোখে পড়ে। কয়েকটা ক্যাথেড্রালে খোদাই করা থাকে অসাধারণ অলঙ্করণ, কয়েকটা আবার একেবারেই সাদামাঠা। নিতান্ত এলেবেলে থাকার বাড়িগুলোতে, খালের জলে বেঁধে রাখা সৌন্দর্যবিহীন নৌকোয় লুকিয়ে থাকে যে ভেনিস, তাঁর কথা শুনতে চেষ্টা করি মন দিয়ে।

বেলিনি, টাইটান, রাফায়েল, টিনতোরেত্তোর শৈল্পিক কেন্দ্র নয়, অমিতাভ বচ্চন-জিনাত আমানের গন্ডোলা বিলাসিতা নয়, মার্কো পোলো বা ক্যাসানোভার জনপ্রিয় গল্প নয়, এখানকার স্থানীয় মানুষের রোজকার জীবনযাত্রার ছবি ধরে রাখা ভেনিস। দ্য সিটি অফ মিরাজ। জলে ভিজে যে শহরের খোলস খসে গেছে। আমরা ছাতা মাথায় সেই শহরে হারিয়ে গিয়েছিলাম।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন