সম্পর্ক জিনিসটা বড় অদ্ভুত।নিজের পরিচয় জেনেও যে অপরিচিত হয়ে থাকে বাইরের লোকের সামনে।ইতস্তত করে পৃথিবীর তেরছা চোখের সামনে।সম্পর্কের নাম যে একটা লক্ষণীয় বৈশিষ্ট,সে বিষয়ে সম্পর্ক বোধহয় নিজেও সচেতন থাকে না,যতদিন না তীরের পর তীর এসে বিঁধতে শুরু করে তার অভ্যেসের সংজ্ঞায়।নামহীন যে আবেগপ্রবণতা নিয়ে হেসেখেলে কাটিয়েছে এতদিন,তার উপস্তিতি ভুলে সম্পর্ক তখন হাত দেয় নিজের নামের তরজমায়।খুঁজে বেড়ায় অনুসঙ্গতার বিবরণ,এদিক সেদিক পাগলের মতো।নতুন যুক্তির দলিল থেকে শুরু করে প্রাচীন পুঁথির রহস্য,কেউ যদি তাকে সাহায্য করতে পারে,লজ্জানিবারণ করতে।জাদুঘরে থাকা প্রাগৈতিহাসিক মমিগুলো তখন মুচকি হাসে।কয়েকজন অবশ্য সহানুভূতির চোখে তাকায়।সেই একই ভুলের ধারাবাহিকতা চলে যুগের পর যুগ।নিরন্তর সন্ধানের মাঝে,সম্পর্কের পিছনে আসতে থাকা অনুভূতি একসময় জীবন্ত ফসিলে পরিণত হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন