রবিবার, ৩ এপ্রিল, ২০১৬

চোখ যখন বিদ্রোহ করে,কোনোরকম লোভ দেখিয়েই তাকে সামলানো যায় না।বাইরে যখন সন্ধ্য হয় হয়,পাখির দল ফিরে চলে নিজের বাসায়,হঠাৎ করে সামনে রাখা কম্পিউটার এর মনিটরটা আয়না হয়ে যায়,দেখতে পাওয়া যায় নিজের বিধবস্ত চেহারা,আর কোটরে ঢুকে যাওয়া চোখের আউটলাইন।এমন সময় কম্পিউটার,কীবোর্ড,আর টেবিলের যাবতীয় জিনিসপত্র উড়ে চলে যায় ওপরের দিকে।উষ্ণতার নিশ্বাসে গরম হয়ে বেলুনের মত উঠে যায় আরো,আরো ওপরে।মুখ ফিরিয়ে দেখি,প্রতিটা টেবিল তখন হয়ে গেছে এক একটা গাছ,যার পাতাগুলোতে লেগেছে সন্ধ্যের গোধুলি।কোথা থেকে দুটো অদৃশ্য হাত এসে দুমড়ে মুচড়ে ফেলে যান্ত্রিক আবর্জনাকে,কাঁচের দেয়াল তখন পরিণত হয়েছে মেঘের সমুদ্রে।সারি সারি নৌকো চলে আসে আমার সামনে পিছনে,মাঝির জায়গায় দাঁড় বইছে সবুজ এক একটি গাছ।চশমা তুলতে গিয়ে দেখি,চশমা ডানা লাগিয়ে উড়ে বেড়াচ্ছে টিয়াপাখিদের দলের সঙ্গে।কফির কাপ থেকে ভেসে আসে সোঁদা গন্ধ।অফিসের স্কাইলাইট থেকে উড়ে আসে ঝাঁকে ঝাঁকে রঙ্গীন প্রজাপতি।হুহু হাওয়া বয়ে যায়।আমি চোখ বন্ধ করি।কল্পনার উড়ানে শিকল না হয় নাই পরালাম কিছুক্ষণ।কয়েক মুহূর্ত চোখের পলক বন্ধই থাকুক।কিছুক্ষণ বরং বৃষ্টিতে ভিজে নেওয়া যাক...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন