সবুজ ঘন জঙ্গল।মাথার ওপর গাছের শাখাপ্রশাখায় একসুরে ডেকে চলেছে দোয়েল,ময়ূর,বউ কথা কও,আরও কত নাম না জানা পাখি।মাটির রং খয়েরি সবুজ,মনে হয় খানিক আগেই হয়ে গেছে একপশলা বৃষ্টি।কচি সবুজ পাতাগুলো থেকে এখনো জল চুইয়ে পড়ছে।টুপ,টুপ,টুপ টুপ.....নাকে ভেসে আসছে বৃষ্টির সোঁদা গন্ধ।চোখ বুজলে শুনতে পাওয়া যায় ঝিঁঝিঁর শব্দ।আর মাত্র কয়েক সেকেন্ড।চোখের পলক বন্ধ হলো।বৃষ্টিভেজা বন উবে গেল মুহুর্তে।সাদা মার্বেলের ঘরে দাঁড়িয়ে রইলাম আমি।
কল্পনাকলের মেশিন থেকে বেরিয়ে এসে চশমা খুলে চোখ মুছলাম।সার্কিট গুলো বদলাতে হবে।সবুজের ছোঁয়া চোখে লেগে আছে বলেই হয়ত...অভ্যেস ছেড়ে গেছে আজ ৫০০ বছর।ছেলেবেলার নেশা ,সবুজ দেখার।তখন আমি মানুষ ছিলাম।
কল্পনাকলের মেশিন থেকে বেরিয়ে এসে চশমা খুলে চোখ মুছলাম।সার্কিট গুলো বদলাতে হবে।সবুজের ছোঁয়া চোখে লেগে আছে বলেই হয়ত...অভ্যেস ছেড়ে গেছে আজ ৫০০ বছর।ছেলেবেলার নেশা ,সবুজ দেখার।তখন আমি মানুষ ছিলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন