বুধবার, ৩০ মার্চ, ২০১৬

প্রশ্নের বাজারদর বেড়ে চলেছে দিনদিন।যত অযৌক্তিক যে প্রশ্নের ভিত,তার চাহিদা তত বেশি।রঙ্গীন মোড়কে থাকা অবান্তর প্রশ্নের বিক্রি করে কয়েকদিনে বড়লোক হয়ে যাচ্ছে বিতর্কিত আলোচনার আয়োজকেরা। বাজার ছেয়ে গেছে তীক্ষ্ণতার প্রশ্নজালে।দাঁত বার করে তারা ভয় দেখিয়ে বেড়ায় অন্ধকার গলিগুলোয়,যেখানে নিভুনিভু বাড়ি চালিয়ে আশ্রয় নিয়েছে যুক্তি,উত্তর আর ব্যর্থ শ্রোতাদের দল।এদের গলার জোর কম,আদর্শের জোরে বেঁচে রয়েছে আজও।কিন্তু প্রশ্নের সওদাগরেরা পিছন থেকে আক্রমণ করলেও দিনের আলোয় এই দলের সম্মুখীন হতে চায় না,সযত্নে এড়িয়ে চলে তাদের।কানাঘুসো শোনা যায়,উত্তরের গলিতে শ্রোতাদের দলের কাছে লুকোনো আছে গোপন একটা অস্ত্র।কোনো হাতিয়ার তাকে রোধ করতে পারে না।নানা দলের লোক এই অস্ত্রের ওপর অধিকার দাবি করে কিন্তু জোর করে ছিনিয়ে নিলেও এই অস্ত্রপ্রয়োগ করতে পারে না সকলে। যুদ্ধের একতরফা রণভেরীর মাঝে একা জেগে থাকে,রাতের পর রাত মাথার কাছে এসে দাঁড়ায় সঙ্গী হয়ে,স্বপ্ন দেখায় ভবিষ্যতের। শত্রু দলের লোকেরা গোপন সূত্রে জানতে পেরেছে,অস্ত্রটির নাম বিশ্বাস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন