তার কথা আর মনে পড়ে না
ভেজা চুলে দৌড়ে আসা শীতের বাতিক,
কবিতাগুলো আবছা
গানগুলো উড়ে গেছে
পাখনা মেলে,ওই আকাশে আক্ষরিক
আরষ্টতা আরষ্ট
লজ্জা কোথায় উবে গেছে
চাহিদার জগতে আত্মবিশ্বাস অলীক
নিখোঁজ স্বপ্নে ভীত
ছিল,স্মৃতিনাশ অবধারিত
জানতাম,দিন রাত মাস বছর
তার অকালমৃত্যুর প্রতীক
কিন্তু তাও সে বেঁচে থাকে,মরেও মরে না
কিন্তু,
তার কথা আর মনে পড়ে না
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন