আজকাল লিখি না
কাগজ হাতে নিয়ে বসি উদাসীন
কলম নিয়ে কান খোঁচাই মাঝে মাঝে
পুরনো কয়েক পাতা রঙ্গীন
খাপছাড়া প্লটের আনাচে কানাচে
সদ্যফোটা কবিতার কলি
ছন্দ খুঁজে খুঁজে অবিরাম
শহর মাঠ নদী গলি
ডিঙ্গি ভাসিয়ে চলে গেছে কবে
আজও ফিরে আসেনি
সাড়া দিই নীরবে
ফিরবে না? কথা দিয়েছিলে
সে কথা রাখেনি
তুমি চলে গেছ অভিমানে
অথচ কলম তোমার জন্যেই রাখা থাকত
হাতের তুলির টানে
বিষণ্ণ আঁকিবুঁকিগুলোও ছবি হত
অম্লানে
ভুলে যাওয়ার উপহার
তোমাকে কাছাকাছি দেখি না
তাই, আজকাল আর লিখি না
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন