বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

শেষবার যখন তাকে দেখেছি,
ভেজা বালি ছিল অশ্রুধারায়,
কেঁদেছি,শুধু কেঁদেছি
এক মুঠো কৌতুক ভিজিয়ে রেখেছি,
কুড়োনো কাগজের ছবিতে,
পুরনো টিভির ভাঙ্গা পর্দায়,
যদি বেঁচে থাকে এতটুকু প্রাণ,
যদি ফিরে যায় ছোট ছোট পা ফেলে,
কোবানি শহরে,নির্বাসিত পাড়ায়
হাত ধরে কারো,আমার 
স্মিত হাসির মাঝে,শুয়ে থাকে নিষ্প্রাণ 
আমি আসব তোকে নিতে,
অপেক্ষা করিস,প্রিয় আয়্লান...........


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন