মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭


বাইরে টিপ টিপ করে বৃষ্টি হয়ে চলেছে।টিউব থেকে নেমে এগিয়ে চললাম।রবিবার বলে লোকজন কম,তার ওপর চলছে ঠান্ডা হাওয়া আর বৃষ্টি।পিকাডিলি লাইনে করে এখানে আসতে সময় লেগেছে প্রায় পঁচিশ মিনিট।শহরের ভিড়ভাড় আজকাল আমার আর পছন্দ হয়না।কিন্তু আজকে আসতেই হতো।পাশেই লর্ডসের বিখ্যাত ক্রিকেট গ্রাইন্ড।রাস্তা চলে গেছে অক্সফোর্ড স্ট্রিটের দিকে।ছাতা খুলে এগোলাম বৃষ্টি বাঁচিয়ে।রাস্তার দুদিকে জাঁকিয়ে বসেছে ক্যাফে আর রেস্তরাঁ।হাঁটতে হাঁটতে মন চলে যাচ্ছিলো বহু বছর আগের সেই সন্ধ্যেটার দিকে।আর্থারের সঙ্গে যখন আমার দেখা হয়েছিল এডিনবার্গে,তখন সে আমায় কোনোরকম ইঙ্গিত দেয়নি তার বিদঘুটে অভিসন্ধির।কিন্তু প্রতিদিন আমার সান্ধ্যভ্রমণে তাকে দেখে আমার মনে একটুও সন্দেহ উঁকি মারেনি তা নয়।মতলবটা কি লোকটার?বেশিদিন অপেক্ষা করতে হয়নি।মতলবটা বুঝতে পেরেছিলাম।কিন্তু মেলভিলে ক্রেসেন্ট  আর এই জায়গার মধ্যে কোনো সাদৃশ্য নেই।আর্থারের উদ্ভট মস্তিষ্কের পরিকল্পনা যে এতদূর অগ্রসর হবে সে আমি স্বপ্নেও ভাবিনি।কিন্তু তার জন্যেই প্রতি বছর আজকের দিনে আমাকে এখানে আসতে হচ্ছে।খানিকটা হাঁটতেই দূর থেকে বাড়িটা দেখা গেলো।রোজকার মত বহু মানুষ ভিড় করে আছে।কেউ ফটো তুলছে,কেউ কড়া নাড়ছে দরজার।এমন সময় দীর্ঘদেহী এক যুবক এসে আমার হাত চেপে ধরলো।চাপা গলায় বললো,"ঐদিকে যাবেন না।লোকজনদের বোকা বানানোর জন্যে ওই ঠিকানাটা ঝুলিয়ে দেওয়া হয়েছে।আসল ঠিকানা এই দিকে।আর্থার অপেক্ষা করছেন।চলুন।সোনালী ফলকে লিখে রাখা 221B বেকার স্ট্রিট বাড়িটার উল্টোদিকে হাঁটতে হাঁটতে দেখলাম,সোনালী চুল ওয়ালা আরেক মানুষ সঙ্গ নিয়েছে আমাদের।ধরা গলায় জিজ্ঞেস করলাম,"আপনি?"অমায়িক হেসে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে ছেলেটা বললো,"ওহ।আমি জন ওয়াটসন।১৭৬নাম্বার।"সামনের ছেলেটা দেখি হাঁটতে হাঁটতে ক্রমাগত ফোনে খুটুরমুটুর করে চলেছে।ওয়াটসনের দিকে চাইতেই সে বললো,"চিন্তা করবেন না।ব্যাটা সারাদিন সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত।আমাদের মার্ক আর স্টিভ ওকে ঐরকমই বানিয়েছে কিনা।তবে আপনার বেসিক ব্যাপারটা পুরোদমে আছে।"এ গলি সে গলি দিয়ে হেঁটে আমরা পৌঁছলাম একটা পাবের সামনে।দরজা খুলতেই আর্থার শ্যাম্পেনের গেলাস তুলে অভিবাদন জানালো।পাবটা কানায় কানায় ভর্তি।দেখলাম এক নম্বর থেকে শুরু করে ১৭৬ অব্দি সকলেই হাজির আছে।জন ওয়াটসন আর শার্লক হোমস এর  চরিত্রে যারা কোনো না কোনো সময় ছিলেন।আর্থার কোনান ডয়েল গেলাসে চামচ ঠুকে বললেন,"বন্ধুগণেরা।সব্বাই জোসেফ বেলের নাম চিয়ার্স কর।ইনি যদি না থাকতেন তাহলে তোমরাও থাকতে না।আসল শার্লক ছিলেন বলেই আজ ১৩০ বছর ধরে আমরা বছরে একবার করে এরকম সেলিব্রেট করতে পারছি।আজকের দিনেই ১৮৮৭ সালে প্রকাশিত হয়েছিল শার্লকের প্রথম গল্প আ স্টাডি ইন স্কারলেট।  চিয়ার্স।"সকলে চিয়ার্স বলে ঠোঁটে গেলাস ছোঁয়ালো।আর্থারের সঙ্গে ঘন্টাখানের গল্প করে আর প্রায় পঞ্চাশজন হোমস-ওয়াটসন জুটির সঙ্গে কথা বলে যখন বিদায় নেবো,আমাকে সঙ্গে করে নিয়ে আসা ছোকরাটা ফোন থেকে চোখ সরিয়ে জিজ্ঞেস করলো,"দাদা একটা কথা কিছুতেই বুঝি না।একটা বোকা ডাক্তার আর একটা হাই ফাংকশনিং সোসিওপ্যাথ কে নিয়ে এতো লাফালাফি কেন?আপনিই তো শার্লকের ইন্সপিরেশন।আপনিই বলুন।"আমি পাইপটা মুখে নিয়ে,টুপিটা ঠিক করে তার চোখের দিকে চেয়ে হেসে বললাম,"এলিমেন্টারি।মাই ডিয়ার শার্লক।"
Image result for sherlock holmes wallpaper bbc

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন