মঙ্গলবার, ২৪ মে, ২০১৬

যদি নৌকাডুবি না হত,হয়ত অনেকদিন বেঁচে থাকত ভালবাসার রসদ,গাছে ফুল ফুটত স্বকীয় বিস্মৃতির।জীবন চলত,নৌকোরই মত।ঢেউয়ের সঙ্গে ভেসে।কয়েককলি পিছুটান সঙ্গে থাকত,বাকিগুলো ভেসে যেত বেহতা জীবনের হিল্লোলে।কয়েকফোঁটা বৃষ্টির উষ্ণতায় চোখের জল গড়িয়ে পড়ত গাল বেয়ে,আর থেমেথাকা দৃষ্টি কখনো জ্যোৎস্না মেলে দেখত পূর্ণিমা রাতের আয়না।যদি  নৌকাডুবি  না হত,বিপ্লবের শিকড় ছড়িয়ে যেত অজানা নিশ্বাসে  আর জোয়ারে বয়ে আসত স্নিগ্ধ মননের পুজোর ফুল।চিঠির আদলে হয়ত ধরা পড়ত আরো একটি কবিতা,অথবা দেখা যেত আরেকফালি আকাশ,কারো চোখে।নৌকাডুবি হয়নি  .....একচিলতে না থাকা জঙ্গল শুধু স্বপ্ন ভাঙ্গার ছবি....আর নিয়তির লেখা শুধু প্রাণের গল্পই বলে।বেহতা জীবন আর নৌকার দাঁড়ে হাল ধরে বসে কাটে অনন্তকাল।মাঝে মাঝে ভাবি  ....যদি নৌকাডুবি হত....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন