সোমবার, ২৩ মে, ২০১৬

যোগাযোগ এর পুরনো সূত্রগুলি রয়ে গেছে ডায়রির পাতায়,পুরনো ল্যান্ডফোনের পাশে রাখা থাকে যেটা গত দশ বছর ধরে।সেইদিন,যেইদিন মোবাইল এসেছিল বাড়িতে,যোগাযোগ কথাটায় একটা বিশেষণ যোগ করতে।ইনস্ট্যান্ট ফোন করতে,নাম্বার সেভ করতে,এসএমএস করতে।তারপর থেকে যোগাযোগের সুবিধে বেড়ে চলেছে,নিত্যনতুন পন্থায় যোগ হচ্ছে দুরত্ব কম করার উপায়,কিন্তু এত সত্ত্বেও ব্যবধান বেড়ে চলেছে দিনদিন। দিনদুপুরে মোবাইলের নাম করে নিজেকে চার্জ দিই,ডাটাকেবিলে গুঁজে রাখি চিন্তার সকেট।মাথার চারিপাশে কিলবিল করে নম্বর,হাতে বাঁধা আইসির যোগাবিয়োগের ফর্মুলা,প্রতি মুহুর্তে বদলে যায় ডেটার কবলে থাকা স্মৃতিচারণের প্রণালী,আরো নির্ভুল ক্যালকুলেশনএ।সম্পর্কের কোনো মিসিং লিংক থাকে না স্টোরেজএ ,প্রতিটা নম্বর জায়গা বদল করে গতিশীল ভাবনার আবেগ মেপে।কিন্তু ব্যবধান কমে না,রাজ্যের নোটিফিকেশনএর বন্যায় বয়ে চলে যায় পুরনো সম্পর্কের নামগুলো।স্টোরেজএ জমতে থাকা নামের পাশের ছবিগুলো শুধু হিসেবরক্ষা করে চলে তালাবন্ধ স্মৃতি কুঠুরির,যদি কোনদিন কেউ বাঁকা ঠোঁটে ঠুকরে লাল রক্ত বের করে,সেই আশায়...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন