মঙ্গলবার, ২৪ মে, ২০১৬

ভেবেছিলাম ডানা মেলে উড়ে যাব স্বাধীনভাবে,কিন্তু আবিষ্কার করলাম স্বাধীনতা একটি প্রকল্পিত ধারণা মাত্র।কেউ স্বাধীন হতে পারে না,পাখিরাও আকাশের অদৃশ্য় শিকলে বন্দী সারাজীবনের মত।যতই ছাড়ানোর চেষ্টা কর,তত চেপে বসে প্রত্যয়ের গভীরে। এই বন্দিদশা আর কিছুই নয়,নিজেকে  চিনতে না পারার ইতিহাস।বিশৃঙ্খলা কে সঙ্গী করে পরিপূর্ণতা পাওয়ার অবুঝ প্রচেষ্টা।নিজের স্বরূপ অস্বীকার করার হঠকারিতা।বিশ্বাস থাক অথবা না থাক,ডানা ছড়ানোর জন্যে প্রশস্ত আকাশ খুঁজি,যেখানে আর কেউ নেই আমায় ভয় দেখানোর,আমার জায়গা নেওয়ার।পরিবর্তন যে জীবনে সবচেয়ে স্থিতিশীল,এই সহজ সত্যের উপর যদি বিশ্বাস থাকত,স্বাধীন হতে বাধা ছিল না কোনো।স্বাধীন যারা,তারা এগিয়ে গেছে নিজের কাছে অসঙ্গত থেকেও।এই স্বীকোরোক্তি বেদনা দেয়,কিন্তু নিজস্বতার সম্মান অক্ষুণ রাখে,সে যতই বেমানান হোক না কেন।বৃষ্টি কিন্তু আজও হয়।তফাৎ শুধু এই,তারা উপলব্ধি করে,আমি সম্বেদন করি...বৃষ্টির জল বিশ্বাস কে ভেজায় না,মুক্ত করে.....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন