আন্দ্রেস বার্বা স্পেনে জন্মেছেন, আপাতত বেশ কয়েক বছর ধরে আর্জেন্টিনায় থাকছেন। সাহিত্য জগতে তাঁর খাতির আছে। ইংরেজি পাঠকরা যদি তাঁর নাম না শুনে থাকেন, তাহলে তাঁর বিশেষ কিছু আসে যাবে না। কারণ, টু কাট দ্য লং স্টোরি শর্ট, এই সময়ে দুনিয়ায় হিস্প্যানিক জগতেই 'আর্গুয়েবলি' সবচেয়ে ভালো আর বৈচিত্র্যময় কাজকর্ম হচ্ছে। সে উপন্যাস হোক, ছোটগল্প বা গ্রাফিক নভেল। বিশেষ করে লাতিন আমেরিকান সাহিত্যিকরা যেভাবে চালিয়ে ব্যাট করছেন, যাকে বাংলায় বলে 'আনঅ্যাপলোজেটিক'। বুম সাহিত্যের ভালো জিনিসগুলো সযত্নে আলাদা করে রেখেছেন, অথচ সেই নস্টালজিয়ায় ব্যাগেজটা ঝেড়ে ফেলে দিয়েছেন। গত কয়েক বহরের মধ্যে নতুন মুখরা এসে যা পারফর্ম্যান্স দিয়েছেন, তাতে লোকজন নড়েচড়ে বসতে বাধ্য। পরপর অনুবাদ করা সত্ত্বেও এই গুপ্তধনের অনেকটাই এখনও ইংরেজি মেনস্ট্রিম দুনিয়ায় আসেনি, সে সম্ভবও নয়। অনুবাদ যতই হোক, সব তো করা সম্ভব নয়।
ধান ভানতে শিবের গীত অনেক হল। এই সব বলার প্রধান কারণ, রিসেন্টলি পড়ে শেষ করা আন্দ্রেস বার্বার একটা ছোট্ট বই... দ্য লুমিনিয়াস রিপাবলিক। মাত্র ১২৯ পাতার এই নভেলা উপন্যাসে তিনি যে খেল দেখালেন, তাতে আমি ফিদা।
গল্প খুব ছোট্ট। সান ক্রিস্টোবাল একটা কাল্পনিক শহর, বর্ণনা শুনে আমাজনের জঙ্গল এর লাগোয়া কয়েকটা ছোট ছোট শহরের কথা মনে পড়ে যায়। সেখানে কয়েক দশক আগে এক সোশ্যাল সেক্টরে কর্মরত ব্যক্তির অভিজ্ঞতাটুকু লেখা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে। নয়ের দশকে সেই মফস্বলি শহরে বত্রিশজন বাচ্চা ছেলেমেয়েদের দেখা পাওয়া যায়, মূলত যারা স্ট্রিট কিডস। তারা কোত্থেকে আসে, কোথায় যায়, কেউ জানে না। কিন্তু বয়সে অল্প হলেও সেই বাচ্চাগুলো এমন একটা বীভৎস ঘটনা ঘটিয়ে ফেলে, যে শহরের মানুষের বিশ্বাসের ভিত নড়ে যায়। ধীরে ধীরে এই সোজাসাপ্টা গল্প এমন জটিল হিউমান স্টোরি হয়ে ওঠে যে পাঠক থ মেরে যায়। অল্পবয়সীদের প্রতি প্রাপ্তমনস্ক সমাজের যে মনোভাব, আর একটা ক্রাইসিসের পর সমাজ ব্যাপারটা যেভাবে ডিল করে, তা অসামান্য ভাবে ফুটিয়ে তুলেছেন লেখক। এই মনস্তাত্ত্বিক বিশ্লেষণ কোথাও লেখার গতিকে শ্লথ করে না, কারণ লেখার শৈলী অসম্ভব স্মার্ট আর ফ্লুইড, আবার একইসঙ্গে অসম্ভব গভীর। সিম্বলিক রিপ্রেজেন্টেশন আর অ্যালাগরিক দৃশ্যকল্প ব্যবহার করার মুনশিয়ানা চোখে পড়ার মতো। বইটা যে কেন খুব বেশি পাঠকের চোখে পড়েনি, সেটা বলা মুশকিল। ছোটদের দুনিয়া বলেই যে সহজ সরল আদুভুঁদু নরম গুলুমুলু টাইপ্স, এই মানসিকতার ঊর্ধ্বে গিয়ে নতুন কিছু পড়তে চাইলে এই বইটা পড়ে ফেলুন। ঠকবেন না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন