Toledo Old Town Street |
২) সূর্য পশ্চিমদিগন্তে মিলিয়ে গেছে অনেকক্ষণ। অন্ধকারে তোলেদোর আলোগুলো দেওয়ালির প্রদীপের মতন লাগছে। তাগুস নদী, তোলেদো শহর ও স্নিগ্ধ আকাশের সন্ধিক্ষণে আবিষ্ট হয়ে বসেছিলাম। একসময় খেয়াল হতে ফেরার পথ ধরলাম। বেশ রাত হয়েছে। প্লাজা জোকোডোভার এখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার। হাঁটতে শুরু করলাম। ভাগ্য সহায় ছিল, খানিকটা হাঁটতেই শহরগামী বাস পিছন থেকে আমাদের সামনে এসে ব্রেক কসলো। আরোহী মাত্র চারজন, বাস চালাচ্ছেন শেষ বিকেলের সেই একই মহিলা। আমাদের দেখেই তার মুখে হাসি ফুটে উঠল। হাতের ইশারায় উঠতে বলে বাস এগিয়ে চলল শহরের দিকে।
প্লাজা জোকোডোভারে যখন পৌঁছলাম, ঐতিহাসিক শহরে গ্রীষ্মের উত্সব শুরু হয়ে গেছে। প্লাজার কাছেই প্রচুর আলোকিত ক্যাফে রেস্তোরাঁ আছে, সেখানে ফুটবল খেলা দেখার সঙ্গে পানাহার চলছে। কয়েকদল নাচের মহড়া দিচ্ছে প্লাজার মাঝখানে, কয়েকজন আবার ‘নাইট ওয়াক’এ বেড়িয়েছেন। মনে মনে এখানকার বিখ্যাত খাবার 'পের্দিজ এস্তফাদা' খাওয়ার শখ হয়েছিল বটে কিন্তু দুপুরে ভেন্টা দে আইরেস রেস্তোঁরায় দাম দেখে সেই লোভ জীবনের মত বিসর্জন দিয়েছি। এক সময় বিশ্ববিখ্যাত সুরিয়েলিস্ট সালভাদোর গালি আর লুই বুনুয়েল এসে অর্ডার অফ তোলেদোর পত্তন করেছিলেন এই শহরে, তখন মাংসের এই সুস্বাদু ব্যঞ্জনটি প্রতিদিনই উদরাস্ত করতেন তারা। আমাদের পকেট আগেই বিপদগ্রস্ত, চুপচাপ ম্যাকডোনাল্ড-এ গিয়ে স্যালাড আর বার্গার খেয়ে নিলাম।
হস্টেলে এসে অ্যালেনের সাথে দেখা হলো। ফ্লোরিডার ছেলে হলেও অ্যালেন জার্মানিতে থাকে কাজের সূত্রে, ছুটিতে স্পেনে ঘুরতে এসেছে। ইউরোপিয়ান ইউনিয়নের যে কোন দেশের লোক পরিচয় পত্র নিয়েই যে কোন দেশে চলে যেতে পারে, আমাদের ভিসা নেওয়ার নাকানিচোবানির অভিজ্ঞতা শুনে বেচারা আন্তরিক ভাবে আমাদের সমবেদনা জানালো। টুকটাক গল্প চলছে। তোলেদো দেখে অ্যালেনের অবস্থাও আমাদের মতন শোচনীয়।
কথায় কথায় অ্যালেন বলল, “আমি এই মহাদেশের অনেক জায়গায় ঘুরেছি। বেশিরভাগ পশ্চিম ইউরোপের দেশে ঐতিহাসিক স্থাপত্য থেকে অন্য ধর্মের ছাপ সযত্নে মুছে ফেলা হয়েছে, সেই দিক থেকে তোলেদো অবশ্যই ব্যতিক্রম। প্রাচীন কাল থেকেই 'হোলি তোলেদো' ধর্ম কে আঁকড়ে ধরে আছে, কিন্তু অন্যান্য জায়গার তুলনায় ভিন্নধর্মী মানুষদের এখানে খানিক বেশি প্রশ্রয় দেওয়া হয়েছে। হাজার বছর আগে মুর আর ভিসিগথদের তাড়িয়ে সম্রাট আলফনসো যখন সিংহাসন দখল করেন, অন্য ধর্মের বিশ্বাসীদের জন্যে তিনি খুব একটা কঠোর পন্থা অবলম্বন করেননি।”
গল্প করতে করতে রাত একটা বেজে গেল। পরের দিন গির্জা এবং বাকি শহরটা ঘুরে দেখার কথা। বিছানায় পড়তেই নিদ্রাদেবী চোখে উপবিষ্ট হলেন।
৩) 'যীশুর মসজিদ' বলে কোন নির্দেশন এর কথা যদি কেউ শোনে তাহলে মাথা খারাপ হওয়া অবাক কিছু নয়। ঘাবড়াবেন না, এরকম উদ্ভট নাম ইউরোপের নানান ঐতিহাসিক শহরে পাবেন। 'মস্ক অফ ক্রাইস্ট অফ লাইট' একাধারে মসজিদ, সিনাগগ এবং গির্জা।
Mosque of Christ of Light |
এককালে মুররা এসে এইখানে মসজিদ নির্মাণ করেছিলেন, কিন্তু ক্রিশ্চানরা তোলেদো দখল করার পর এইখানে গির্জা তৈরী করা হয়। প্রায় প্রতিটা এরকম স্থাপত্যের সঙ্গেই একটা করে কাল্পনিক কিংবদন্তি জুড়ে দেওয়া হয়, এই জায়গাটাও তার ব্যতিক্রম নয়। একবার রাজা এবং গির্জার আর্চবিশপদের শোভাযাত্রার সময় ঘোড়া নাকি এখানে পা মুড়ে বসে পড়েছিল, কিছুতেই এগোতে পারেনি। জায়গাটা খুঁড়ে সেখান থেকে যীশুর ক্রস বেরোয় এবং তারপর মসজিদটি গির্জাতে রূপান্তরিত করা হয়। স্প্যানিশ ইনকুইজিশনের যুগ তখনও শুরু হয়নি, বিত্তবান ইহুদিদের খুশি রাখতে গির্জাটি তৈরী হয় অনেকটাই সিনাগগের মতন করে। হরেক রকম ক্রস দিয়ে সাজিয়ে তোলা হয় এই গির্জা।
এমন একের পর এক চিত্তাকর্ষক গল্প শুনতে শুনতে ওয়াকিং ট্যুরে হেঁটে চলেছি। তোলেদো শহরটা ছোট হলে কি হবে, উঁচু নীচু ছোট ছোট পাথুরে রাস্তা শহরটিকে কয়েক স্তরে বিভক্ত করেছে। দু চার দিনে পুরোটা হেঁটে হেঁটে দেখে ফেলা অসম্ভব। এই গলিগুলোতে বাস চলে না, অতএব পায়ের ওপর ভরসা করেই এগোতে হবে।
স্যামুয়েল আমাদের গাইড আজ। ভদ্রলোক পেশায় ‘আর্কিটেক্ট’, কথাবার্তাতেও সেটা পরিষ্কার বোঝা যায়। কি সহজেই বুঝিয়ে দিচ্ছেন নির্মাণকলার খুঁটিনাটি! এক এক যুগের নির্মাণের ওপরে পরবর্তী যুগের নির্মাণ হয়েছে এই পার্বত্য শহরে, তাই পুরাতত্ববিদরা আজও অনেক অজানা ইতিহাস খুঁজে পাচ্ছেন খোঁড়াখুঁড়ি করে। অনেক বাড়ির দেওয়ালেই হিব্রূতে লেখা পরিষ্কার বুঝতে পারা যায়।
Old City |
এদিকে আমার মাথায় কালকের ভুতের আলোচনা ঘুরছে। হাঁটতে হাঁটতে একসময়ে স্যামুয়েলকে জিজ্ঞেস করেই ফেললাম, “আচ্ছা, এত পুরোনো শহর? গুপ্তধন অথবা ভূতপ্রেত নিয়ে গল্প নেই?"
স্যামুয়েল হেসে বলল, “ওইসবের কি অভাব আছে নাকি? ইউরোপের লোকেরা সেকালে প্রচন্ড অন্ধবিশ্বাসী ছিল। তোলেদো শহরটা তো পুরোনো ভগ্নাবশেষ-এর ওপরেই তৈরী। রোমানদের শহর ভেঙে তার ওপর ভিসিগথরা বাড়িঘর বানিয়েছে। ভিসিগথএর শহরের ওপরে তৈরী হয়েছে মুরদের রাজ্য। মুরদের রাজ্যের ভাঙাচোরা ধ্বংসের ওপর আলফোন্সো সাম্রাজ্যের ভিত পড়েছে। সেই চলছে এখনো। কত কিছুই যে মাটির তলায় চাপা রয়ে গেছে সেগুলোর সন্ধান পাওয়াও যায়নি। কয়েক শতাব্দী আগে এই নানা দেশ থেকে লোকজন এসে সুড়ঙ্গ তৈরী করে করে গুপ্তধনের সন্ধান করে গেছে।”
-"তেমন মূল্যবান কিছু কি পাওয়া গেছে সন্ধান করে?" আমি বেশ উত্সাহ পেয়ে জিগ্গেস করলাম।
-"সেটা কি আর কেউ জানতে পারে। তবে রহস্যের কোন শেষ নেই। কিংবদন্তি আছে কিং সলোমনের হারিয়ে যাওয়া সোনার টেবিল আর চাবি লুকিয়ে রাখা ছিল তোলেদোতে। সেইসব খুঁজতে কম লোকে হানা দেয়নি। পুরাতত্ববিদরাও বহু ঘাম ঝরিয়েছেন।”
শুনে বেশ রোমাঞ্চিত বোধ করলাম। কিং সলোমনের জাদু টেবিল আর চাবির কথা কোনও গল্পে পড়েছিলাম। আরব পুঁথিতে লেখা জিনদের গল্পগাথায় আছে যে সলোমন বাহাত্তরটি প্রেতাত্মাকে বন্দি করে তার কোষাগার পাহারা দেওয়ার কাজে নিযুক্ত করেছিলেন। স্যামুয়েলকে জিজ্ঞেস করলাম, “সলোমনের গুপ্তধন নিয়ে তো শুনেছি নানা ভুতুড়ে ব্যাপার স্যাপার আছে। সেই জিনিসগুলো গেল কোথায় ?"
স্যামুয়েল বলল, “ইতিহাস মতে তো উমায়্যাদ রাজ্যের আক্রমণের সময় তারেক ইব্ন জিয়াদ ঐসব টেবিল চেয়ার ধন দৌলত সব লুট করে নিয়ে পালায়। তখন ভিসিগথদের রাজত্ব চলছিল। আগে তো স্পেনে একটা রাজা ছিল না, ছোট ছোট নানান রাজ্য। একে অপরের ওপর যখন তখন আক্রমণ করতো। কিন্তু ইতিহাসকারদের তোয়াক্কা কে করছে? আগের শতাব্দীতে চারিদিকে সোনা, রুপোর খনি আবিষ্কৃত হচ্ছে। কয়েজন অভিযাত্রী আর ট্রেজার হান্টার মিশর, পেরু, আমেরিকাতে গুপ্তধন পেয়ে বড়লোক হয়ে গেছে কয়েকদিনের মধ্যে। সেই সময় গুপ্তধন খোঁজার হিড়িক পড়ে গিয়েছিলো। দুঃসাহসী ইতিহাসবিদ, ব্যবসায়ী, নাবিক সকলে হন্য হয়ে গুপ্তধনের খোঁজে পাড়ি জমাতে লাগলো তোলেদোতে। সলোমনের গুপ্তধন ছাড়াও একটা গুজব ছিল গির্জা তৈরী করার সময় কয়েকশ টন সোনা নাকি আর্চবিশপরা লুকিয়ে রেখেছে কোন গুপ্তস্থানে। সেইসব খুঁজতে দলে দলে লোক এসে জড় হল এখানে।”
-"তারপর?" এতক্ষণে আমার সঙ্গিনী স্প্যানিশ দিদিমনিরও আগ্রহ বেড়েছে দেখছি।
-"তারপর আর কি? গরুখোঁজা করেও কিছুই মেলেনি। অনেকে নিজেদের মধ্যে লড়াই করে মরেছে, অনেকে হতাশ হয়ে ফিরে গেছে। গুজবে কান দিলে শুনবে গুপ্তধনের অভিশাপে আর ভূত প্রেতের খপ্পরেও অনেকে প্রাণ দিয়েছে। কিছুই পাওয়া যায়নি শেষ পর্যন্ত।”
সত্যি হোক অথবা গুজবই হোক, ব্যাপারটা জেনে বেশ ভালোই লাগলো। কয়েকটা অজানা রহস্য এখনো রয়ে গেছে পৃথিবীতে, সেটা বেশ আশার কথা। হয়ত সত্যি কোন গুপ্তধন লুকিয়ে আছে তোলেদোর মাটির তলায়! কেল্লার দেওয়াল দেখে হাঁটতে হাঁটতে আমরা ততক্ষণে পৌঁছে গেছি তোলেদো গির্জার সামনে।
Cathedral of El Toledo |
Cathedral closeup |
স্পেনের সবচেয়ে বিশাল এবং নামকরা গির্জার মধ্যে একটা। ‘কয়ের রুম’ থেকে টাওয়ার অব্দি প্রতিটা ঘরেই সোনার বাসনকোসন, সোনার জল করা গ্রেকো আর অন্যান্য শিল্পীদের চিত্রকলা আছে। অষ্টভুজাকার গম্বুজটা বিশেষ ভাবে নির্মাণ করা হয়েছিল। কারুকার্য করা উঁচু গির্জাটার দিকে তাকিয়ে আমার মনে সন্দেহ হল যে আর্চবিশপদের সোনা লুকিয়ে রাখার কথাটা সত্যি হওয়ার সম্ভাবনাই বেশি। এককালে রোমান ক্যাথলিকরা সারা দুনিয়া থেকে জিনিসপত্র লুট করে এনে নিজেদের গির্জা, রাজপ্রাসাদ, জাদুঘর সাজিয়েছে। কয়েকশো টন সোনা আর এমন কি?
গির্জা দেখে আমরা ‘জিউস কোয়ার্টার’ অর্থাৎ ইহুদি পাড়া দিয়ে এল গ্রেকো মিউজিয়ামের দিকে এগোতে শুরু করলাম। সেন্ট তোমে গির্জার দিকে ভালো করে তাকালে বোঝা যায় যে চোদ্দ আনা নির্মাণ মুরদের করা। শুধু স্থাপত্যই নয়, আরবদের সাহিত্য আর সংস্কৃতির অনেক নির্দেশনও রয়ে গেছে তোলেদোতে। বিশেষ করে আরব কবি য়েহুদা হেলাভির লেখালিখি নিয়ে তো অনেকেই গবেষণা করছে। অনেকে গির্জার প্রধান অংশটিকে মুদেহার টাওয়ার বলে থাকে। মুররা ইঁট দিয়ে বাড়ি ঘর তৈরী করতো, সেই ইঁট গেঁথে উঁচু টাওয়ারটি তৈরি। মার্বেলের ছোট্ট একটি গোষ্ঠী মধ্যভাগে অবস্থিত।
Plaza Zocodover |
Cathedral |
স্যামুয়েল একের পর এক নির্দেশন দেখিয়ে চলেছে, সঙ্গে হালকা ইতিহাসের গল্প এবং হাসিঠাট্টাও চলছে। কাঠের ফ্রেম করা কয়েক শতাব্দী পুরোনো মাঞ্চেগান বাড়িঘরে আজও তখনকার লোকজনের উত্তরপুরুষরা থাকে শুনে বেশ অবাকই হলাম। প্লাজাতে ইতিমধ্যে এক দক্ষিণ ভারতীয় লোকের সাথে আলাপ, ভদ্রলোক নিজেই এসে কথা বললেন। এরকম ছোট্ট একটা জায়গায় প্রবাসী ভারতীয় দেখে আমরাও অবাক। জিগ্গেস করলাম, “আপনি একাই বুঝি?” ভদ্রলোক ছেলেকে নিয়ে আইসক্রিম কিনছিলেন। হেসে বললেন, “না। আরো চল্লিশ পঞ্চাশটা ভারতীয় পরিবার নিয়ে আছেন এই ছোট্ট শহরে। ছোট বড় সব শহরেই কাজ পাওয়ার সুযোগ আছে এখানে, অনেকে অবশ্য চাকরি করতে মাদ্রিদেও যায়। আমিও প্রায় কুড়ি বছর ধরে এখানে আছি, কাজকর্ম চলে যাচ্ছে।” পৃথিবীটা যে সত্যিই ছোট হয়ে আসছে, তারই আরেক প্রমাণ পেলাম। কিছুক্ষণ ভদ্রলোকের সঙ্গে গল্প করে আমরা আবার এগিয়ে চললাম।
সান্টিয়াগো দেল আরাবেল গির্জা আর এল গ্রেকোর পুরোনো বাড়ি দেখার পর স্যামুয়েলের কাছ থেকেও বিদায় নিলাম। পেটে ইঁদুর কামড়াচ্ছে। রাস্তা ভুল করতে করতে একসময় প্লাজা জোকোডোভারে পৌঁছেই গেলাম শেষমেশ। পেট ঠান্ডা করে ‘মেকানিক্যাল স্টেয়ারস’ অর্থাৎ চলমান সিঁড়ি ধরে পাহাড় থেকে নেমে পুয়েন্তা দে আলকান্তারা সেতুর দিকে চললাম। এই ব্রিজ কালকে দেখা পুয়েন্তে দে সান মার্টিনের উল্টো দিকে।
এখানে নদী অনেক বেশি চওড়া। জলও অনেক বেশি স্বচ্ছ। বেশ ভালো হাওয়া দিচ্ছে রোদ্দুর থাকা সত্ত্বেও। সেতুর আর্কের নীচে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নদীর ধারে নেমে এলাম। নদীর জলে হাঁসের দল খেলা করছে। ঝোপ ঝাড় পরিষ্কার করে খানিক বাগানের মত করা আছে। সেখানে বসে নদীর দিকে তাকিয়ে রইলাম। তোলেদো শহর আমাদের মাথার ওপর। এল গ্রেকোর আঁকা তোলেদোর পেইন্টিংটা হয়ত কালই আঁকা হয়েছিল।
Santiago del Arabel Cathedral |
Puente de Alcantara |
Painting of El Toledo by El Greco |
ক্রমশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন